বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বন্ধু দিবসে চরকিতে এলো বন্ধুত্বের গান

  •    
  • ১ আগস্ট, ২০২১ ১৯:১৫

সোমেশ্বর অলির লেখা ‘চল বন্ধু চল’ গানটির সুর ও সংগীত করেছেন সাজিদ সরকার। এটি গেয়েছেন ইব্রাহিম কামরুল শাফিন। এটি মিজানুর রহমান আরিয়ান পরিচালিত নেটওয়ার্কের বাইরে সিনেমার একটি গান। জানা গেছে, চলতি মাসেই মুক্তি পাবে সিনেমাটি।

বন্ধুত্বের ধরন যেমনই হোক না কেন, প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে পালন হয় বন্ধু দিবস। ২০১১ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ৩০ জুলাইকে অফিশিয়াল ‘ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে’ ঘোষণা করা হয়। তবে ভারত, বাংলাদেশসহ কিছু দেশ আগস্টের প্রথম রোববার বন্ধু দিবস উদযাপন করে।

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি রোববার বিকেলে বন্ধু দিবসে নিয়ে এসেছে বন্ধুত্বের গান।

‘চল বন্ধু চল’ শিরোনামের এই গানটি চরকির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।

সোমেশ্বর অলির লেখা ‘চল বন্ধু চল’ গানটির সুর ও সংগীত করেছেন সাজিদ সরকার। এটি গেয়েছেন ইব্রাহিম কামরুল শাফিন।

এটি মিজানুর রহমান আরিয়ান পরিচালিত নেটওয়ার্কের বাইরে সিনেমার একটি গান। জানা গেছে চলতি মাসেই মুক্তি পাবে সিনেমাটি।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গানটি নিয়ে নির্মাতা মিজানুর রহমান বলেন, ‘আমাদের চিত্রনাট্যের কাজ শেষ হওয়ার পরপরই বুঝতে পারি একটা বন্ধুত্বের গান দরকার এখানে। আমরা এমন একটা গান চাইছিলাম, যেটা বন্ধুরা আড্ডায়, লং ড্রাইভে, সমুদ্রসৈকত বা ক্যাম্পাসে হাসি-ঠাট্টা আর ফুর্তির মেজাজে শুনতে পারবে। সেভাবেই গীতিকার আর সুরকারের সঙ্গে দফায় দফায় বসে এটি তৈরি করি আমরা।’

এদিকে চরকির ফেসবুক পেজে ঘোষণা করা হয়েছে, এই গানটি প্রিয় বন্ধুকে ট্যাগ করে শেয়ার করলে নির্বাচিত পোস্টদাতা পাবেন চরকির সাবস্ক্রিপশনসহ বিশেষ পুরস্কার।

চার তরুণের বন্ধুত্ব নিয়ে নেটওয়ার্কের বাইরে সিনেমাটি গল্প। এতে অভিনয় করেছেন শরীফুল রাজ, খায়রুল বাসার, ইয়াশ রোহান, জোনায়েদ বোগদাদী, তাসনিয়া ফারিণ, অর্ষা, তাসনুভা তিশা ও নাজিফা তুষির মতো এক ঝাঁক তরুণ অভিনয়শিল্পী।

এ বিভাগের আরো খবর