নাটক-বিজ্ঞাপনে ১৫ বছর কাটিয়ে দিলেও প্রথমবারের মতো চলচ্চিত্রে কাজ করছেন ছোট পর্দায় জনপ্রিয় মুখ নোভা।
হালের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদের সঙ্গে মৃধা বনাম মৃধা নামের চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিষিক্ত হতে যাচ্ছেন এ অভিনেত্রী।
প্রথম চলচ্চিত্র নিয়ে বেশ এক্সসাইটেট তিনি। শুধু তাই নয় এই সিনেমার জন্য গত দুই ঈদে ছোট পর্দার জন্য কোনো কাজও করেননি তিনি। ইতোমধ্যে এই সিনেমাটির ৮০ ভাগ কাজ শেষ হয়েছে।
নিউজবাংলার সঙ্গে আলাপকালে জানালেন সেইসব অনুভূতি।
নোভা বলেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না, সত্যি বলতে গেলে এই সিনেমাটি নিয়ে আমি খুব এক্সসাইটেট। প্রথম সিনেমাতে সবারই অনেক বেশি প্রেসার থাকে এবং চ্যালেঞ্জিংও বটে। যে চরিত্রটা উপস্থাপন করতে হচ্ছে সেটা বেশ চ্যালেঞ্জিং আমার জন্য।
‘তার পাশাপাশি এই সিনেমাতে কাজ করছেন তারিক আনাম স্যার, সিয়াম আহমেদ, সানজিদা প্রীতি, নিমা রহমান, তারা প্রত্যেকেই সু-অভিনয় শিল্পী। তাদের সঙ্গে একই তালে অভিনয় করাটা খুবই চ্যালেঞ্জিং। সেটার জন্য আসলে নিজেকে যতোটা পেরেছি প্রস্তুত করেছি।’
তিনি বলেন, ‘এই গল্পটার মধ্যেই থাকার চেষ্টা করেছি। যেমন এই সিনেমা করছি বলে গত দুই ঈদে আমি অন্য কোনো কাজ করিনি। পুরো মনোযোগটা এই সিনেমা নিয়েই ছিল। সব মিলিয়ে আমি বেশ এক্সসাইটেড এবং বেশ আশাবাদী।’
ছোট পর্দায় জনপ্রিয় মুখ নোভা। ছবি: সংগৃহীত
কবে নাগাদ মুক্তি পেতে পারে সিনেমাটি তা নিয়েও কথা বললেন নোভা।
তিনি বলেন, ‘আমাদের সিনেমার প্রায় ৮০ ভাগের মতো শুটিং শেষ। এই লকডাউনের জন্য এখন আর শুটিং করতে পারছি না। আসলে কোভিড পরিস্থিতির ওপর অনেক কিছু নির্ভর করে। এখন পর্যন্ত আমি যতটুকু জানি বা শুনেছি এই বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। এছাড়া প্রেক্ষাগৃহ খোলারও একটা ব্যাপার আছে।’
ছোট পর্দায় জনপ্রিয় মুখ নোভা। ছবি: সংগৃহীত
এই সিনেমাটি পরিচালনা করছেন রনি ভৌমিক। সামাজিক প্রেক্ষাপটের গল্পে পরিবারের সম্প্রীতির সৌন্দর্য, সম্পর্কের অবক্ষয়সহ নানা বিষয় ফুটে উঠবেমৃধা বনাম মৃধা চলচ্চিত্রটিতে।