দুই বাংলাতেই জনপ্রিয় ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী নুসরাত ফারিয়া। সমানতালে কাজ করছেন ঢাকা-কলকাতার চলচ্চিত্রে।
শুধু পর্দায় নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সক্রিয় এই অভিনেত্রী।
সাজসজ্জা, পোশাক, অলংকারে বরাবরই তিনি অতুলনীয়। রিল থেকে রিয়েল লাইফ-সবখানেই ফ্যাশনেবল এ অভিনেত্রী।
মাঝে মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন সেইসব ফ্যাশনের চোখ ধাঁধানো সব ছবি।
তেমনই এই লকডাউনকালে বৃহস্পতিবার বিকেলে একটি ছবি পোস্ট করেছেন ফারিয়া।
ছবিটি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘লকডাউন ভাইব।’
লাল-কালো রংয়ের মিশ্রিত পোশাক ও তীক্ষ্ণ মায়ার দৃষ্টিতে ভক্ত অনুরাগীদের হৃদয়ে তীর বিধিয়েছেন অভিনেত্রী।
একঘণ্টার ব্যবধানে ১২ হাজারের বেশি মানুষ ভালোবাসা আর পছন্দের রিয়্যাক্ট করেছে ফারিয়ার এই ছবিতে।
সম্প্রতি গুনিন নামে একটি ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন ফারিয়া। এখানে রাবেয়া নামের চরিত্রে দেখা যাবে তাকে।
দুই বাংলার জনপ্রিয় ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবি: ফেসবুক
প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘গুনিন’ নামের ছোট গল্প থেকে তৈরি হচ্ছে এই ওয়েব ফিল্মের চিত্রনাট্য। এটি নির্মাণ করবেন খ্যাতিমান পরিচালক গিয়াসউদ্দিন সেলিম।
সবশেষ গত এপ্রিলে ভারতীয় ওয়েব প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া অভিনীত যদি কিন্তু তবুও সিনেমাটি।