বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্বামী-স্ত্রীর প্রথম মৌলিক গান

  •    
  • ২৮ জুলাই, ২০২১ ১১:৫৯

স্বামীর কথা, সুর ও সংগীতে এবারই প্রথম গাইছেন পুতুল। এটিই হতে যাচ্ছে স্বামী-স্ত্রীর প্রথম প্রোডাকশন। গানের নাম ‘বিষাক্ত সুর’। পুতুল জানান, এটি একটি জ্যাজ ঘরানার গান এবং তিনি প্রথমবারের মতো এই ঢঙের গান করছেন।

গানের জন্যই পুতুল পরিচিত। কণ্ঠ তো দেনই, সুর করেন, গানও লেখেন তিনি। অন্যের কথা-সুরেও অনেক গান করেছেন পুতুল। নতুন গান যেটি আসছে সেটিও অন্যের সুর-সংগীতে।

কিন্তু এবারের ‘অন্য’টা একেবারেই অন্য রকম। কারণ এবারের অন্যজন হলেন পুতুলের স্বামী সৈয়দ রেজা আলী। স্বামীর লেখা গান, তারই সুর ও সংগীতে গান গেয়েছেন পুতুল।

১৪ এপ্রিল বিয়ে হয় পুতুল-রেজার। স্বামীর কথা, সুর ও সংগীতে এবারই প্রথম গাইছেন পুতুল। এটিই হতে যাচ্ছে স্বামী-স্ত্রীর প্রথম প্রোডাকশন। গানের নাম ‘বিষাক্ত সুর’।

গানের কিছু অংশের ভিডিও প্রকাশ করেছেন পুতুল। গানের কথা এমন- ভেবেছিলে তুমি বলবে আমাকে মনের জমানো কথা/ আমি কি বসে শুনব সে দিন, সে কি আমার ভাবনা/ তুমি আছ বলে আশায় থাকি তোমারই মিষ্টি হাসি/ আমি শুনে ভাবি একি অদ্ভুত বিষাক্ত শান্ত সুরের বাঁশি।

পুতুল জানান, এটি একটি জ্যাজ ঘরানার গান এবং তিনি প্রথমবারের মতো এই ঢঙের গান করছেন।

পুতুল বলেন, “আজ (২৭ জুলাই) একটা নতুন গানের রেকর্ডিং হচ্ছে আমাদের। এই গানটি আমার ও আমার সংসারসঙ্গী সৈয়দ রেজা আলীর প্রথম মৌলিক গান হিসেবে প্রকাশিত হবে। অনেকগুলো গানই তৈরি আছে। কিন্তু আমরা ‘বিষাক্ত সুর’ গানটি দিয়েই মৌলিক গানের ক্ষেত্রে আত্মপ্রকাশ করতে চাই।”

এ বিভাগের আরো খবর