বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিমু অভিনীত কলকাতার সিনেমার প্রিমিয়ার ভেনিসে

  •    
  • ২৭ জুলাই, ২০২১ ১৮:৩৩

শিমু নিউজবাংলাকে বলেন, ‘কাল (২৬ জুলাই) রাতে জানতে পেরেছি যে সিনেমাটি ভেনিসে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। কলকাতায় এটাই আমার প্রথম ও এখন পর্যন্ত একমাত্র সিনেমা। সিনেমাটিতে অভিনয় করেছিলাম সম্ভবত ২০১৮-এর শেষের দিকে।’

ভারতের ন্যাশনাল অ্যাওয়ার্ড বিজয়ী পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্তর (বিক্রম আদিত্য) তৃতীয় সিনেমা ওয়ান্স আপন আ টাইম ইন কলকাতা। সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে ৭৮তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

এই অর্জনের আনন্দের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশও। কারণ সিনেমায় অভিনয় করেছেন মেড ইন বাংলাদেশ সিনেমার শিমু চরিত্রে অভিনয় করা অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু।

এ ছাড়া সিনেমাটিতে কাজ করেছেন বাংলাদেশের আরও দুজন। তারা হলেন- শিল্প নির্দেশক হিসেবে সাদ্দাম খন্দকার জয় ও কস্টিউম ডিজাইনার হিসেবে তানসিনা শাওন।

শিমু নিউজবাংলাকে বলেন, ‘কাল (২৬ জুলাই) রাতে জানতে পেরেছি যে সিনেমাটি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। জেনে ভালো লাগছে। কলকাতায় এটাই আমার প্রথম ও এখন পর্যন্ত একমাত্র সিনেমা।’

তিনি আরও বলেন, ‘সিনেমাটিতে অভিনয় করেছিলাম ২০১৮-এর শেষের দিকে। সিনেমাটি কলকাতাকে নিয়ে। সেই শহরের এক মেয়ের চরিত্রে অভিনয় করেছি আমি।’

আদিত্য বিক্রম সেনগুপ্ত এর আগে আসা যাওয়ার মাঝে ও জোনাকি নামের দুটি সিনেমা নির্মাণ করেছেন। দুটি সিনেমাই আন্তর্জাতিকভাবে এবং বাংলা ভাষাভাষীদের কাছে সমাদৃত হয়েছে।

শুটিংয়ের ফাঁকে পরিচালক ও শিল্পী। ছবি: সংগৃহীত

তৃতীয় সিনেমাটি কেমন হয়েছে সেটা জানা যাবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই। কারণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ১ সেপ্টেম্বর এবং শেষ হবে ১১ সেপ্টেম্বর। একমাত্র ভারতীয় সিনেমা হিসেবে উৎসবের হরাইজন বিভাগে ওয়ান্স আপন আ টাইম ইন কলকাতা সিলেক্ট হয়েছে।

সিনেমাটি তৈরি হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। গল্পটি একজন মায়ের, যে কিনা তার নতুন পরিচয়, স্বাধীনতা এবং ভালোবাসা খুঁজছেন। শিগগিরই তিনি আবিষ্কার করেন যে এই পরিস্থিতিতে তিনি একা নন।

এ বিভাগের আরো খবর