বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গল্পই এক করল আইরিন-ইমনকে

  •    
  • ২৭ জুলাই, ২০২১ ১৬:৪০

আইরিনের চরিত্র জানতে চাইলে তিনি বলেন, ‘বেশি কিছু বলা যাবে না। আমার চরিত্রটি একজন মফস্বলের শিক্ষিত মেয়ের। যে মানসিকভাবে অভিজাত।’

সিনেমায় জুটি বেঁধেছেন আইরিন ও ইমন। সিনেমাটির নাম দ্য পেপার। গল্পের কারণেই তারা কাজটি করতে রাজি হয়েছেন।

সিনেমা সম্পর্কে জানতে চাইলে আইরিন-ইমন দুজনে একসঙ্গে জানান, এটি একটি ব্যতিক্রম এবং ভিন্ন ধারার গল্প। গল্পটা তাদের কাছে এতটাই ভালো লেগেছে যে, তারা সমস্ত শিল্পীসত্তা দিয়ে কাজটি করতে চান।

সিনেমার পরিচালক জুলফিকার জাহেদী। তিনি একজন গীতিকার, সুরকার, প্রযোজক এবং পরিচালক। আইরিন জানান, এর আগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। এটিই তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

নিউজবাংলাকে আইরিন বলেন, ‘একজন লেখকের দর্শন ও দৃষ্টিভঙ্গি নিয়ে সিনেমার গল্প। তবে এর মধ্যে আরও আছে থ্রিল, রিভেঞ্জ, লাভ, ড্রামা। আমি বলছি না দর্শকরা এটা লুফে নেবেন। তবে সব ধরনের দর্শকই সিনেমাটি পছন্দ করতে পারেন।’

সিনেমায় ইমন অভিনয় করছেন লেখকের চরিত্রে। আইরিনের বাবার চরিত্রে অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম। তিনিও একজন লেখক।

আইরিনের চরিত্র জানতে চাইলে তিনি বলেন, ‘বেশি কিছু বলা যাবে না। আমার চরিত্রটি একজন মফস্বলের শিক্ষিত মেয়ের। যে মানসিকভাবে অভিজাত।’

সে কারণেই কি সাদা শাড়িতে দৃষ্টিনন্দন লুকে অভিনেত্রীকে দেখা যাচ্ছে সিনেমার ফটোশুটে? আইরিন জানালেন, ফটোশুটে তার লুক সিনেমায় তার চরিত্রটি দর্শকদের কল্পনা করতে সাহায্য করবে। কালো স্যুটে ইমনকেও মনে হচ্ছে প্রখর ব্যক্তিত্বের।

আদ্রিয়ান ফিল্মসের ব্যানারে নতুন এ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল ঈদের পর। কিন্তু লকডাউনের কারণে তা আর হচ্ছে না।

সংবাদ বিজ্ঞপ্তিতে জুলফিকার জাহেদী বলেন, ‘করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই শুটিং শুরু করব। সব অভিনেতা-অভিনেত্রীর একটা টিম বানিয়ে এর খুঁটিনাটি দেখে গল্পের স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে। এতে আরও অভিনয় করছেন মাইমুনা ফেরদৌস মম, রিয়া বর্মন, রজনীগন্ধা রফিক, শিশির আহমেদ, যুবরাজ বিন আবিদ।’

সিনেমাটি নাকি ফেস্টিভ্যালকে ফোকাস করে নির্মাণ করা হবে। এ বিষয়ে জানতে চাইলে আইরিন বলেন, ‘একটা ভালো গল্প ভালো করে দর্শকদের জন্য নির্মাণ করা হবে। সিনেমাটি ফেস্টিভ্যালে যাবে কি না, কর্তৃপক্ষ সিনেমাটি দেখে পছন্দ করবে কি না, সেগুলো তো আরও অনেক পরের ব্যাপার।’

এ বিভাগের আরো খবর