বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিতর্কের দায় পরিচালক-প্রযোজকের: অভিনয়শিল্পী সংঘ

  •    
  • ২৬ জুলাই, ২০২১ ২২:৫৬

বিবৃতিতে বলা হয়েছে, আমরা নাটকের অভিনয়শিল্পীদের সাথে যোগাযোগ করেছি। তারা এজাতীয় কোন সংলাপ উচ্চারণ করেননি। দেখা গেছে ভয়েস ওভারের মাধ্যমে এই সংলাপ পরিচালক ব্যবহার করেছেন। যা পান্ডুলিপিতে উল্লেখ ছিলনা। যে বিতর্কের জন্ম হয়েছে তার দায় নিতান্তই পরিচালক এবং প্রযোজকের। 

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর জন্ম নেয়ার কারণ হিসেবে কুসংস্কার প্রচার করে সমালোচিত হয়েছে নাটক ‘ঘটনা সত্য’। সমালোচিত হয়েছেন নাটকটির অভিনয়শিল্পী আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন, চেয়েছেন ক্ষমা।

বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে টিভি নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ। সেখানে তারা জন্ম নেয়া বিতর্কের দায় পরিচালক ও প্রযোজকের বলে উল্লেখ করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে-

সম্প্রতি একটি ঈদ নাটকের শেষ দৃশ্যের নেপথ্যের ধারাবর্ণনা নিয়ে যে তীব্র সমালোচনার জন্ম হয়েছে আমরাও তার সমর্থন করছি। বিশেষ শিশু জন্মের জন্য পিতা মাতার অনৈতিক কর্মকাণ্ড দায়ী, এটি সম্পূর্ণ অযৌক্তিক, অবৈজ্ঞানিক এবং সামাজিক রীতিবিরুদ্ধ। আমরা কোনোভাবেই এই বিষয়কে সমর্থন করিনা।

আমরা নাটকের অভিনয়শিল্পীদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা এজাতীয় কোনো সংলাপ উচ্চারণ করেননি। দেখা গেছে ভয়েস ওভারের মাধ্যমে এই সংলাপ পরিচালক ব্যবহার করেছেন। যা পান্ডুলিপিতে উল্লেখ ছিলনা। যে বিতর্কের জন্ম হয়েছে তার দায় নিতান্তই পরিচালক এবং প্রযোজকের।

যে টিভি চ্যানেলে নাটকটি প্রচার হয়েছে সেই চ্যানেল টিভি স্বত্ব কিনে টিভিতে চালিয়েছে। সেখানেও টিভি কর্তৃপক্ষ এই অংশটুকু বাদ দিয়ে চালিয়েছে। শুধুমাত্র প্রযোজকের নিজস্ব ইউটিউব চ্যানেলে এই বিতর্কিত অংশসহ প্রচার হয়।

আমরা বিশ্বাস করি শিল্পী ও তার সৃজনশীল শিল্পকর্ম বিনোদনের মধ্য দিয়েই সবসময় সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে বলিষ্ঠ ভূমিকা রাখে। আমরা এধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ বিষয়ে সকলের সচেতনতা কামনা করছি। ভবিষ্যতে এধরনের কর্মকান্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া হবেনা। অন্তর্জালে উন্মুক্ত প্লাটফর্ম, ইউটিউব চ্যানেলে যারা নিয়মিত নাটক, চলচ্চিত্র নির্মাণ ও প্রচার করে ইন্ডাস্ট্রিকে আরও বেগমান করেছেন, আমরা তাদের সাধুবাদ জানাই।

তবে ভবিষ্যতে যে কোনো নাটক বা চলচ্চিত্র নির্মাণ এবং সম্প্রচারের ক্ষেত্রে জাতীয় সম্প্রচার নীতিমালা মেনে করা হচ্ছে কিনা সে বিষয়ে সতর্ক থাকবার জন্য বিশেষ অনুরোধ করছি। যাতে ভবিষ্যতে কোনো শিল্পী ও কলাকুশলী কোনো প্রকার আইনি জটিলতার সম্মুখীন না হন।

সকল অভিনয়শিল্পীদের প্রতি অনুরোধ করছি, আপনারা নাটক নির্বাচনে এবং অভিনয় ও সংলাপ উচ্চারণে আরও সচেতন হোন। আমরা এমন কিছু করবনা যা সমাজে বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে এবং আপনি কোনো প্রকার আইনি জটিলতার সম্মুখীন হন। অবশ্যই সকলে পান্ডুলিপি পড়ে শর্তসাপেক্ষে চুক্তিপত্র স্বাক্ষর করে কাজ করুন। ভবিষ্যতে যেন এভাবে কোনো শিল্পী বলির পাঠায় পরিনত না হয়।

এ বিভাগের আরো খবর