কথা ছিল ঈদের পরপরই শুটিং শুরু হবে সাইবার ওয়ার্ল্ড নিয়ে দেশের প্রথম সিনেমা অন্তর্জাল। কিন্তু করোনার কারণে তা আর শুরু করা যাচ্ছে না। চলমান লকডাউনের কারণে শুটিং শুরু করতে পারছেন না সংশ্লিষ্টরা।
সিনেমার নির্বাহী প্রযোজক মোহাম্মদ কাউসার নিউজবাংলাকে বলেন, ‘লকডাউনের কারণে আমরা শুটিং শুরু করতে পারছি না। পরবর্তী নির্দেশনার অপেক্ষা করছি। নির্দেশনা অনুযায়ী কাজ করব।’
লকডাউন বাড়তে থাকলে শুটিংও পেছাবে কি না জানতে চাইলে কাউসার বলেন, ‘সেটা হতে পারে। তবে আমাদের শুটিং করার অনুমতি নেয়ার সুযোগ আছে। যদিও এখনও অনুমতির জন্য কোনো আবেদন আমরা করিনি।’
সিনেমাটির শুটিং কবে থেকে শুরু হতে পারে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। অভিনয়শিল্পী থেকে শুরু করে অন্যরা প্রস্তুত আছেন শুটিংয়ের জন্য।
আইসিটি ডিভিশনের উদ্যোগে স্পেলবাউন্ড লিও বার্নেটের সহযোগিতায় ও মোশন পিপলের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন দীপঙ্কর দীপন। এতে মূল চরিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম, এ বি এম সুমন ও সুনেরাহ বিনতে কামাল।
সিনেমার তথ্য নিয়মিত দর্শকদের দেয়ার জন্য চালু করা হয়েছে একটি ওয়েবসাইট। সেখানে গল্পের মূল ভাবনার কিছু বর্ণনা রয়েছে।
প্রধান অভিনয়শিল্পীদের সঙ্গে সিনেমায় চুক্তি হওয়ার মুহূর্ত। ছবি কোলাজ: নিউজবাংলা
সেখানে সিনেমাটি নিয়ে বলা হয়েছে- বদলে যাওয়া বাংলাদেশের আধুনিকায়নের অন্যতম প্রধান শক্তি ডিজিটালাইজেশন। প্রধান শহরগুলো ছাড়িয়ে প্রত্যন্ত অঞ্চলেও এর সক্ষমতা ছড়িয়ে পড়েছে। এর ধারাবাহিকতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আইসিটি ডিভিশন আয়োজিত বার্ষিক হ্যাকাথন উৎসবে যুক্ত হন অসংখ্য মেধাবী তরুণ-তরুণী। এদের মধ্যে বিজয়ী তিনজনকে নিয়েই অন্তর্জাল সিনেমাটির গল্প।
একটি জাতির সমৃদ্ধির সঙ্গে সঙ্গে তার চ্যালেঞ্জও ক্রমান্বয়ে বাড়তে থাকে। একটি দুর্ধর্ষ আন্তর্জাতিক সাইবার অপরাধী গোষ্ঠী দ্বারা আক্রান্ত হয় সম্ভাবনাময় বাংলাদেশের প্রধান কয়েকটি সাইবার নেটওয়র্ক। এমন দুর্যোগে সরকারকে সহায়তা করতে রাষ্ট্রীয় সাইবার নিরাপত্তা বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করে লুমিন, প্রিয়ম ও সাদাফ নামের এই তিন মেধাবী তরুণ। দুর্ধর্ষ আন্তর্জাতিক হ্যাকার গ্রুপের বিরুদ্ধে সম্মিলিতভাবে সাইবার যুদ্ধে জড়িয়ে পড়ে দেশে এবং বিদেশে বিভিন্ন অশুভ শক্তির সম্মুখীন হয়।
এই সাইবার যুদ্ধের ফলে রাষ্ট্রের প্রতিটি বিভাগের প্রযুক্তিগত অগ্রগতি, দক্ষতা ও সমন্বয়তার বিস্তৃত চিত্র উঠে আসে যা অদৃশ্য প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে তোলে। কিন্তু সবার সমন্বিত চেষ্টাও কি শেষ পর্যন্ত বাংলাদেশকে রক্ষা করার জন্য যথেষ্ট? তারই উত্তর মিলবে অন্তর্জাল চলচ্চিত্রে।
বাংলাদেশ পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি ফিনটেক সংশ্লিষ্ট নানান সাইবার ক্রাইমের রহস্য ও অপরাধ দমনে কাজ করছে। সিআইডি একদিকে প্রযুক্তিগত দক্ষতা আর অন্যদিকে আইনগত পদক্ষেপের মাধ্যমে আর্থিক সাইবার ক্রাইম, এআইনির্ভর আর্থিক অপরাধ, বিগ ডেটা, ব্লকচেইননির্ভর বিভিন্ন ফিনটেক সাইবার অপরাধের রহস্য সমাধান করছে। এ বি এম সুমনকে এমনই একটি প্রেক্ষাপটে দেখা যাবে অন্তর্জাল চলচ্চিত্রে।
এ ছাড়া আইটি স্পেশালিস্টের চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।