মুম্বাইয়ের আরও দুটি ফ্ল্যাট বিক্রি করে দিলেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে মুম্বাইয়ের লোখান্ডওয়ালা এলাকার একটি অ্যাপার্টমেন্ট বিক্রি করেছিলেন তিনি।
আর এবার মুম্বাইয়ের ভারসোভা এলাকার দুটি ফ্ল্যাট বিক্রি করে দিলেন প্রিয়াঙ্কা।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে জানিয়েছে, এই ফ্ল্যাট দুটি ৭কোটি রুপিতে বিক্রি করেছেন তিনি।
এর আগে খবর এসেছিল, প্রিয়াঙ্কা তার লাস ভেগাসের বাংলোটাও নাকি বিক্রি করে দিয়েছেন।
তবে মুম্বাইয়ের এই দুটি ফ্ল্যাট বিক্রি করলেও জানা গেছে, প্রিয়াঙ্কা বড়সড় এক অফিস ভাড়া নিয়েছেন। যার প্রতি মাসের ভাড়া ২ লাখ রুপির বেশি।
আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রেই বেশি থাকেন প্রিয়াঙ্কা। কমিয়ে দিয়েছেন বলিউড সিনেমার কাজও।
এর আগে গুঞ্জন উঠেছিল প্রিয়াঙ্কা নাকি একেবারে বলিউড ছেড়ে হলিউডে সিনেমাতেই থিতু হবেন।
তবে এটা যে শুধুই গুঞ্জন তা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। সে সময় প্রিয়াঙ্কা জানান, তার হাতে বলিউডের অনেক সিনেমার প্রস্তাব রয়েছে।
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত
এই মুহূর্তে প্রিয়াঙ্কার হাতে রয়েছে একাধিক আন্তর্জাতিক প্রোজেক্ট। বর্তমানে অ্যামাজন প্রাইমের স্পাই সিরিজ সিটাডেল-এর শুটিং নিয়ে ব্যস্ত তিনি।
এরপর রুশো ব্রাদার্সের সঙ্গে অ্যাভেঞ্জার্স-এর শুটিং করবেন তিনি। এ ছাড়া শিগগিরই প্রিয়াঙ্কাকে দেখা যাবে ম্যাট্রিক্স ফোর এবং দ্য টেক্সট ফর ইউ সিনেমায়।