সদ্য ৪৩-এ পা দিলেন বলিউডের আলোচিত ও জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্ত।
জন্মদিনে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে কয়েকটি ফটো কোলাজ করা একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সঞ্জয় দত্ত।
সেই ভিডিওটির সঙ্গে সঞ্জয় দত্ত প্রকাশ করেছেন মান্যতার প্রতি তার উজাড় করা একরাশ ভালোবাসার কথা।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সেই ভিডিওটি ক্যাপশনে সঞ্জয় দত্ত লেখেন, ‘তুমি আমাদের পরিবারের মেরুদণ্ড এবং আমার জীবনের আলো। শব্দে প্রকাশ করতে পারব না, আমার কাছে তোমার গুরুত্ব কতটা। সেটা তুমি ভালো করে জানো। তোমাকে ধন্যবাদ সব সময় এভাবে পাশে থাকার জন্য।’
২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি বিয়ে করেন সঞ্জয় ও মান্যতা। এই দম্পতির যমজ সন্তান শরন নামে এক ছেলে ও ইকরা নামে এক মেয়ে রয়েছে।
সঞ্জয় দত্তের কঠিন সময় ও মিষ্টি মুহূর্তে সর্বদাই পাশে থেকেছেন মান্যতা। বিয়ের আগে একসঙ্গে সিনেমায় কাজও করেছেন তারা।
গত বছর ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন সঞ্জয় দত্ত। সেই সময় ছায়ার মতো তাকে আগলে রেখেছিলেন মান্যতা। গত বছরের অক্টোবরে সঞ্জয় দত্ত তার ভক্ত-অনুরাগীদের জানান তিনি ক্যানসারমুক্ত ও সম্পূর্ণ সুস্থ।
বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ও তার স্ত্রী মান্যতা। ছবি: সংগৃহীত
তার জীবনে স্ত্রী মান্যতার অবদান কখনও অস্বীকার করেন না সঞ্জয় দত্ত। সম্প্রতি মুক্তি পেয়েছে সঞ্জয় দত্তের অভিনীত সিনেমা ভুজ:দ্য প্রাইড অব ইন্ডিয়া।
এ ছাড়া আলোচিত আসন্ন সিনেমা কেজিএফ চ্যাপটার টু -এ দেখা যাবে সঞ্জয় দত্তকে।