ফরাসি পিতা-মাতার কোলে ভারতে জন্মগ্রহণকারী ফরাসি ও বলিউড অভিনেত্রী কালকি কেকল্যাঁ। হিন্দি চলচ্চিত্রে প্রথাবিরোধী কাজের জন্য বেশ পরিচিত তিনি।
সম্প্রতি এই অভিনেত্রীর একটি গানের ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বাংলা ছড়া ‘ঘুম পাড়ানি মাসি-পিসি, মোদের বাড়ি এসো’ গেয়ে শোনাচ্ছেন তার ছোট্ট কন্যা সাপ্পোকে।
হাসি হাসি মুখে উকুলেলে বাজিয়ে গানটি গাইছেন তিনি আর তার ছোট্ট সাপ্পো হাত-পা ছড়িয়ে মুদ্ধতা নিয়ে শুনছেন মায়ের গান।
কালকির কণ্ঠে এই গান শুনে ব্যাপক মুদ্ধ তার ভক্ত অনুরাগীরা। বহু মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসাচ্ছেন তাকে।
একজন লিখেছেন, ‘আমি বাংলা বুঝি না কিন্তু এটি শুনতে খুবই মিষ্টি লাগছে।’
ভাইরাল হওয়া সেই ভিডিওর কমেন্টে অন্য একজন লিখেছেন, ‘সে দারুণ বাংলা গান গাইছে।’
আরেকজন ‘সুন্দর গায়কী! বাচ্চাও উপভোগ করছে মায়ের ঘুম পাড়ানি গান।’ এ রকম নানা প্রশংসায় ছেয়ে গেছে কমেন্ট বক্স।
বলিউড অভিনেত্রী কালকি কেকল্যাঁ। ছবি: সংগৃহীত
২০০৯ সালে অনুরাগ কাশ্যপের দেব ডি সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় কালকির। এই সিনেমার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন তিনি।
পরবর্তীতে ২০১১ সালে মুক্তি পাওয়া জিন্দেগি না মিলেগি দোবারা ও ২০১৩ সালে মুক্তি পাওয়া ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি চলচ্চিত্র দুটি অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন পান।
সবশেষ কালকিকে দেখা গিয়েছিল ২০২০ সালে পাওয়া তামিল সিনেমা পাভা কাদাইগালে।