বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এই ত্যাগের অর্থ যেন তখন আরও গভীর: জয়া

  •    
  • ২১ জুলাই, ২০২১ ১৪:৩৩

জয়া লেখেন, ‘করোনার মহামারিতে যখন বহু মানুষ আরও দারিদ্র্যের অতলে তলিয়ে যাচ্ছে, যখন জীবিকা হারিয়ে অসহায়ভাবে মাথা কুটছে পথে, বাবা খাওয়া তুলে দিতে পারছে না অভুক্ত সন্তানের মুখে, যখন কারও না কারও পরিবারের সদস্য চলে যাচ্ছে সব শূন্য করে দিয়ে-এই ত্যাগের অর্থ যেন তখন আরও গভীর।’

কোরবানি ঈদ বারবার ত্যাগের মহিমা উপলব্ধি করার কথা বলতে ফিরে আসে। তবে করোনা মহামারির এ সংকটে এই ত্যাগের অর্থ যেন আরও গভীর এমন প্রত্যাশা ব্যক্ত করলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

ঈদের দিন দুপুরের নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এমন প্রত্যাশার কথা জানান তিনি।

ঈদের শুভেচ্ছা জানিয়ে জয়া লেখেন, ‘এই ঈদ আমাদের ত্যাগের মহিমা উপলব্ধি করার কথা বলতে বারবার ফিরে আসে। করোনার মহামারিতে যখন বহু মানুষ আরও দারিদ্র্যের অতলে তলিয়ে যাচ্ছে, যখন জীবিকা হারিয়ে অসহায়ভাবে মাথা কুটছে পথে, বাবা খাওয়া তুলে দিতে পারছে না অভুক্ত সন্তানের মুখে, যখন কারও না কারও পরিবারের সদস্য চলে যাচ্ছে সব শূন্য করে দিয়ে, এই ত্যাগের অর্থ যেন তখন আরও গভীর।

‘এই ত্যাগের উপলব্ধি মানুষ হিসেবে আমাদের পূর্ণতর করুক।’

সেই স্ট্যাটাসে সঙ্গে একটি মসজিদের একটি অংশের ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী।

সেই ছবির ওপর লেখা তথ্যমতে এটি আগা খান পুরস্কারপ্রাপ্ত বায়তুল রউফ মসজিদ। অনবদ্য ডিজাইনশৈলীর এই মসজিদটির স্থপতি মেরিনা তাবাসসুম।

এ বিভাগের আরো খবর