কোরবানির ঈদে প্রতিবারের মতো এবারও একটি খাসি কোরবানি দিচ্ছেন দেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় মুখ শবনব ফারিয়া। জানালেন, কোরবানি দিলেও কাটাকাটি থেকে দূরে থাকেন তিনি। এদিন রাখেন না তেমন কোনো কাজ।
কোরবানি নিয়ে নিউজবাংলাকে শবনব ফারিয়া বলেন, ‘আমার জন্মের পর থেকেই আমার নাম দিয়ে একটা করে খাসি কোরবানি দেয়া হয়। ২০১৩ সালে একদিন আমার বাবা বলল, তুমি এই বছরে আড়াই লাখ টাকার বেশি ইনকাম করেছ?
‘তখন আমি আসলে নাটক করতাম না। বেসিক্যালি ফটোশুট, টিভিসি এইগুলো করতাম। তখন আমি বললাম হ্যাঁ, এ বছর তো আড়াই লাখ টাকার উপরে ইনকাম ছিল। তখন বাবা বলল এই বছর থেকে তোমার কোরবানি তোমার দিতে হবে। সেই যে ২০১৩ থেকে শুরু, বাসা থেকেই একটা খাসি কেনা হয়। কিন্তু ওইটার টাকাটা আমার দিতে হয়। তার আগ পর্যন্ত বাবা দিত। ওই বছর থেকে আমি দেয়া শুরু করেছি। ওটা এখন পর্যন্ত কন্টিনিউড।’
তবে এই অভিনেত্রী জানালেন, পরিবারের পক্ষ থেকে তার মা একটা গরুও কোরবানি দেন।
কোরবানি ঈদ কীভাবে কাটান জানতে চাইলে ফারিয়া বলেন, ‘কোরবানি ঈদে আমার আসলে কোনো ব্যস্ততা থাকে না। কারণ কোরবানিতে যেহেতু অনেক বেশি কাটাকাটি হয়, তাই ওগুলো থেকে আমি দূরে থাকার চেষ্টা করি। দেখা যায় ঘুম থেকে একটু দেরিতে উঠি। আম্মা কী কী রান্না করবে সেগুলো একটু আম্মার সঙ্গে দেখি।’
অভিনেত্রী শবনম ফারিয়া। ছবি: নিউজবাংলাছোটবেলার কোরবানি ঈদের স্মৃতি নিয়ে শবনম ফারিয়া বলেন, ‘ছোটবেলার ঈদ তো একটু অন্য রকমই থাকে। ছোটবেলায় আমি হাটে যেতে চাইতাম। কিন্তু হাটের বাইরে পর্যন্ত যাওয়ার পরে আর কখনও যেতাম না। প্রতি বছরই বায়না করতাম যে, আমি যেতে চাই কিন্তু আমার শুচিবাই আছে। এটা একটা মজার বিষয়। বাবা বলত তুমি তো যাবা না, তুমি কেন যেতে চাও? ছোটবেলায় গরু বা ছাগল যেটা কিনে আনা হতো আমি খুব এক্সসাইটেড থাকতাম, সেগুলোকে খাওয়ানো নিয়ে।’
শবনম ফারিয়া জানালেন, তিনি মেহমানদারিতে খুব বেশি সরেস নন। বললেন, ‘আমি তো রান্না খুব একটা করতে পারি না। কেউ বাসায় আসলে আম্মা রান্না করে দিলে সেটা খাওয়াতে পারি।’
অভিনেত্রী শবনম ফারিয়া। ছবি: সংগৃহীতএবারের ঈদে আপনার কয়টা নাটক আসছে জানতে চাইলে তিনি বলেন, ‘এই ঈদে যখন নাটকের শুটিং ছিল তখন ঢাকায় লকডাউন। আমরা কেউই ওভাবে কাজ করতে পারিনি। ঈদের জন্য আমি আলাদা করে নাটক করেছি মাত্র চারটা। কিন্তু হয়তো আগের কোনো নাটক যেতে পারে। যেটা গত বছরও গেছে।
‘রোজার ঈদেও আমরা শুটিং করতে পারিনি। কিন্তু পুরনো যে নাটকগুলো ছিল সেগুলো দেখানো হয়’-বলেন ফারিয়া।
অভিনেত্রী শবনম ফারিয়া। ছবি: নিউজবাংলানতুন কাজের পরিকল্পনা প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘ঈদের ঠিক এক সপ্তাহ পর থেকেই এক ওয়েব সিরিজের শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু লকডাউনের কারণে আমি এখনও জানি না এটার কী হবে। আরেকটা ওয়েব ফিল্মে কাজ করার কথা রয়েছে। ঈদের পর এই দুটা নিয়েই ব্যস্ত থাকার কথা ছিল। কিন্তু লকডাউনের কারণে কবে থেকে শুটিং হবে, তা অনিশ্চিত।’
অভিনেত্রী শবনম ফারিয়া। ছবি: নিউজবাংলাভক্ত-অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে ফারিয়া বলেন, ‘আমরা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। শুধু আমরা না, পুরো বিশ্ব। তাই আমরা যেন সবাই সবার প্রতি আরেকটু সহানুভূতিশীল হই। কারণ এই সময়ে আসলে আমরা সবাই একটু বিরক্ত থাকি। অনেকেরই বিভিন্ন ধরনের অর্থনৈতিক, পারিবারিক জটিলতা যাচ্ছে। তাই একজন আরেকজনের প্রতি যদি একটু সহানুভূতিশীল থাকি তাহলে এই সময়টা পার করা একটু সহজ হবে।’