ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম প্রায় প্রতিবছরই কোরবানি দেন। এবারও ব্যতিক্রম হচ্ছে না। একটি খাসি কোরবানি দিচ্ছেন তিনি।
নিউজবাংলার সঙ্গে আলাপকালে এ কথা জানান এই অভিনেত্রী।
কোরবানি ঈদে শামিল হওয়ার বিষয়টি নিয়ে জানতে চাইলে মিম বলেন, ‘আমার বাসায় যারা থাকেন আসলে তাদের জন্য কোরবানি দেয়া হয়। এ নিয়ে অবশ্য আমি স্ট্যাটাস দিয়েছি, কাদের জন্য কোরবানি দেয়া হচ্ছে।’
কোরবানি নিয়ে ফেসবুকে দেয়া স্ট্যাটাসে এই অভিনেত্রী লেখেন, ‘আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক। দিনরাত আমার পরিবারের জন্য যে মানুষগুলো পরিশ্রম করে তাদের হাসিমুখ দেখতে পাওয়াটা এই পবিত্র দিনটিকে অর্থবহ করে তোলে।’
ঈদের দিনে পরিকল্পনা জানতে চাইলে মিম বলেন, ‘কোরবানি ঈদে সাধারণত বাসাতেই থাকতে হয়। তেমন কোথাও যাওয়া হয় না। এবার যেমন দুই-তিনটা ফেসবুক পেজে বাসায় বসেই লাইভ আছে, ওগুলো করব। ওগুলো করতে করতেই সময় চলে যাবে।’
ঈদের দিনে না হলেও পরের দিন বা তার পরের দিন আশপাশে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা আছে বলেও জানালেন অভিনেত্রী।
মিম জানালেন, এই ঈদে তার একটি সিনেমা আসার কথা ছিল। তাই টেলিভিশনে তেমন কোনো কাজে যুক্ত হননি।
তিনি বলেন, ‘এই ঈদে আমার পরান সিনেমাটি আসার কথা ছিল, যে কারণে আমি তেমন কোনো কাজই করিনি। শুরু থেকেই জানতাম এই সিনেমাটা আসবে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে করোনা-লকডাউন সব মিলিয়ে এমন একটা অবস্থা হলো যে পরিবর্তন করতে হলো।’
এই মুহূর্তে মিম যুক্ত আছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপনের নতুন সিনেমা অন্তর্জাল -এর সঙ্গে।
নতুন কাজ নিয়ে জানতে চাইলে মিম বলেন, ‘আমার নতুন সিনেমা অন্তর্জাল। লকডাউনের আগেই এই সিনেমার শুটিংয়ের ডেট ছিল। কিন্তু সব ডেট বাতিল হয় লকডাউনের কারণে। লকডাউন খুললে সেসবের শুটিং শুরু হবে।’
এ ছাড়া কয়েকটা ব্র্যান্ডের বিজ্ঞাপনের কাজ আছে মিমের হাতে। লকডাউন খুললে সেগুলোর শুটিং শুরু করবেন বলে জানান তিনি।
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত
ভক্ত-অনুরাগীদের উদ্দেশে মিম বলেন, ‘সবাই তো সব কিছু জানে, শুধু একটা কথা বলতে চাই, সবাই যেন নিরাপদে থাকি। ঈদ অবশ্যই উদযাপন করবে কিন্তু সেটা যেন সেইফলি মেইনটেইন করে। সবাই যেন বাসাতেই থাকে। কয়েকটা দিন আমরা যদি সবাই মিলে কষ্ট করি তাহলে খুব শিগগিরই মানে চারদিকে যে অবস্থা তা ঠিক হবে।’