দেশবরেণ্য গণসংগীতশিল্পী ফকির আলমগীরকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।
ছেলে রাজিব আলমগীর নিউজবাংলাকে বলেন, ‘রোববার বাবার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে তাকে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।’
ফকির আলমগীর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন। তিনি করোনায় আক্রান্ত। ১৪ জুলাই করোনা পরীক্ষায় ফল পজিটিভ আসে। ১৫ জুলাই রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। ১৬ জুলাই ফকির আলমগীরকে এক ব্যাগ প্লাজমা দেয়া হয়। তারপর অনেকটা ভালোই ছিলেন শিল্পী। কিন্তু রোববার আবারও তার শারীরিক অবস্থার অবনতি হয়।
ফকির আলমগীরের বয়স এখন ৭১। ষাটের দশক থেকে গণসংগীতের সঙ্গে যুক্ত তিনি। ১৯৬৯-এর গণ-অভ্যুত্থানের বিপ্লবী শিল্পী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর করা ফকির আলমগীর ‘মুক্তিযুদ্ধের স্মৃতি ও বিজয়ের গান’, ‘গণসংগীতের অতীত ও বর্তমান’, ‘আমার কথা’, ‘যারা আছেন হৃদয় পটে’ নামের কিছু বইও লিখেছেন।
সংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৯৯৯ সালে একুশে পদকে ভূষিত হন ফকির আলমগীর।