বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হানিফ সংকেতের নাটক ‘যুগের হুজুগে’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৬ জুলাই, ২০২১ ১৮:৪৪

হানিফ সংকেত বলেন, ‘আমি নিয়মিত নাটক করি না। বছরে দু’টি নাটক নির্মাণ করি। তাই এমনভাবে নাটক নির্মাণের চেষ্টা করি, যাতে পরিবারের সবাই মিলে দেখতে পারেন। নাটকের গল্পের মাধ্যমেও সমাজের ক্ষতগুলোকে তুলে ধরতে চেষ্টা করি।’

প্রতিবারের মত এবার ঈদেও নাটক নির্মাণ করেছেন হানিফ সংকেত। প্রতি বছর দুই ঈদে দু’টি নাটক নির্মাণ করেন তিনি। কোরবানি ঈদ উপলক্ষ্যে নির্মিত তার নাটকের নাম ‘যুগের হুজুগে’।

হানিফ সংকেতের এই নাটকটিও পরিবার কেন্দ্রিক। সব দর্শকদের কাছেই এর গ্রহণযোগ্যতা আছে। একটি পরিবারের বাবা-মা, ছেলে-ছেলের বউ ও তাদের সন্তানকে নিয়ে গড়ে উঠেছে নাটকের গল্প।

আজকাল প্রযুক্তির অপব্যবহারের প্রভাবে পরিবারিক দ্বন্দ্ব, বাবা-মায়ের সঙ্গে সন্তানদের সম্পর্ক, পরিবারের সদস্যদের মধ্যে আবেগ-অনুভূতি-সম্মানবোধের অভাব লক্ষ্য করা যায়।

বিশেষ করে মোবাইল ফোনে পাওয়া বিভিন্ন সুবিধার সার্বক্ষণিক ব্যবহারে পরিবারের সদস্যদের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে নির্মাণ করা হয়েছে এবারের নাটক।

হানিফ সংকেত বলেন, ‘আমি নিয়মিত নাটক করি না। বছরে দু’টি নাটক নির্মাণ করি। তাই এমনভাবে নাটক নির্মাণের চেষ্টা করি, যাতে পরিবারের সবাই মিলে দেখতে পারেন। নাটকের গল্পের মাধ্যমেও সমাজের ক্ষতগুলোকে তুলে ধরতে চেষ্টা করি।’

উপস্থাপক, নির্মাতা ও টিভি ব্যক্তিত্ব হানিফ সংকেত। ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, ‘প্রযুক্তির যেমন সু-যুক্তি আছে, তেমনি কু-যুক্তিও রয়েছে। অর্থাৎ কেউ বা নাচে যুগের তালে, কেউবা হুজুগেই নাচে, প্রযুক্তিকে কু-যুক্তিতে ব্যবহারেও লোক আছে।’

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, মীর সাব্বির, সারিকা সাবরিন, সুভাশিষ ভৌমিক, শামীম।

যুগের হুজুগে নাটকের দৃশ্যে সারিকা ও মীর সাব্বির। ছবি: সংগৃহীত

নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন এ. পি শুভ।

পরিচালনার পাশাপাশি নাটকটি রচনাও করেছেন হানিফ সংকেত। প্রচারিত হবে ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে, এটিএন বাংলায়।

এ বিভাগের আরো খবর