বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পিলে চমকানো সত্য জানাবেন বাঁধন!

  •    
  • ১৫ জুলাই, ২০২১ ১২:৩৪

এতে মুসকান জুবেরী নামের এক রহস্যময়ী নারীর চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। আর ট্রেলারের একদম শেষে বাঁধন যে লুকে হাজির হয়েছেন, তা একেবারেই অপ্রস্তুত করে দিতে পারে দর্শকদের।

আর অল্প সময়ের অপেক্ষা। তারপরই সত্য নিয়ে হাজির হবেন অভিনেত্রী বাঁধন। এ এমন সত্য যে পিলে চমকে যাবে! এমনটাই আভাস পাওয়া গেল ট্রেলারে।

দেশের লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের থ্রিলার উপন্যাস ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ অবলম্বনে একই নামে ওয়েব সিরিজ নির্মাণ করেছেন কলকাতার নামকরা পরিচালক সৃজিত। বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে এর ট্রেলার।

সঙ্গে এ-ও জানা গেছে যে, ভারতীয় ওয়েব প্ল্যাটফর্ম হইচইতে সিরিজটি আসবে আগামী ১৩ আগস্ট।

এতে মুসকান জুবেরী নামের এক রহস্যময়ী নারীর চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। ট্রেলারে তার উপস্থিতি অল্প সময়ের, তাতেই রহস্যের জাল বিছিয়েছেন এ অভিনেত্রী।

আর ট্রেলারের একদম শেষে বাঁধন যে লুকে হাজির হয়েছেন তা একেবারেই অপ্রস্তুত করে দিতে পারে দর্শকদের।

ট্রেলার শুরুই হয়েছে বাঁধন বা মুসকান জুবেরীর কণ্ঠ দিয়ে। তিনি বলছেন, ‘সত্য, দ্য হোল ট্রুথ’। এরপর ধীরে ধীরে বিভিন্ন দৃশ্য ও সংলাপে উঠে এসেছে রহস্য, ভয় ও সত্য উন্মোচনের ইঙ্গিত।

অনির্বাণ ভট্টাচার্য, বাঁধন ও অঞ্জন দত্ত। ছবি কোলাজ: নিউজবাংলা

‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ মূলত একটি হোটেলের নাম। কেন হোটেলটির নাম এমন, বা কেনই এটি গুরুত্বপূর্ণ যে বই এবং সিরিজের নাম এটিই রাখা হলো, তা বোঝা যাবে সিরিজটি মুক্তির পর।

ওয়েব সিরিজে আরও আছেন অঞ্জন দত্ত, তিনি অভিনয় করছেন খরাজ খাসনবিশ চরিত্রে। রাহুল বোসের চরিত্রের নাম নিরুপম চন্দ। আতর আলী চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য এবং অনির্বাণ চক্রবর্তী আছেন ওসি তপন শিকদার চরিত্রে।

অনির্বাণ চক্রবর্তী ও রাহুল বোস। ছবি কোলাজ: নিউজবাংলা

আতর আলী চরিত্রে অভিনয়ের কথা ছিল চঞ্চল চৌধুরীর। কিন্তু পরে চরিত্রটি যায় অনির্বাণের কাছে। চরিত্রটি এদেশের আদলে সাজানো হয়েছে। তাই তার ভাষা ও উচ্চারণে পাওয়া যাবে এদেশের ঢং।

উপন্যাসের কিছু চরিত্র পরিবর্তন হয়েছে সিরিজে। এ ব্যাপারে উপন্যাসের লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন নিউজবাংলাকে বলেছিলেন, ‘চরিত্র পরিবর্তনের ব্যাপারটি আমি জানি। আমাকে জানিয়েই তারা এই কাজটি করেছে। আসলে উপন্যাস অবলম্বনে কিছু নির্মাণ করতে গেলে অনেক কিছুই বাদ দিতে বা যোগ করতে হয়। এটা তারই অংশ।’

এ বিভাগের আরো খবর