বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঈদে ফাঁকা থাকছে প্রেক্ষাগৃহ

  •    
  • ১৪ জুলাই, ২০২১ ১৬:২৭

শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’, ‘বিদ্রোহী’, শান্ত খানের ‘বিক্ষোভ’, সিয়াম-পূজার ‘শান’, আরিফিন শুভর ‘মিশন এক্সট্রিম’ সিনেমার প্রযোজক-পরিচালকরাও কোরবানি ঈদে সিনেমাটি মুক্তি দিচ্ছেন না বলে নিশ্চিত করেছেন নিউজবাংলাকে।

করোনা পরিস্থিতিতে টানাই চলছে লকডাউন। তবে কোরবানি ঈদকে কেন্দ্র করে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হয়েছে লকডাউন। ২১ জুলাই ঈদ। তবে ঈদে মুক্তি পাচ্ছে না ঈদের কোনো সিনেমা।

২৩ জুলাই থেকেই ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন দেয়া হয়েছে এবং ঢাকার বাইরে বাড়ছে করোনা সংক্রমণ। এসব কারণেই সিনেমা মুক্তি দেয়া থেকে পিছিয়ে এসেছেন প্রযোজকরা।

কোরবানি ঈদে সিনেমা মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছিলেন ‘রিভেঞ্জ’ সিনেমার পরিচালক মো. ইকবাল। কিন্তু করোনার এই পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি।

মো. ইকবাল নিউজবাংলাকে বলেন, ’সিনেমাটির শুটিং আরও কিছু বাকি আছে। কিন্তু এখন তো শুটিং করা যাচ্ছে না। তাছাড়া শুটিং শেষ হলেও এই পরিস্থিতিতে সিনেমা মুক্তি দিয়ে সিনেমাটি নষ্ট করতে চাই না। রিভেঞ্জ ভালো একটি সিনেমা হয়েছে। কিন্তু দর্শকই যদি সিনেমাটি না দেখতে পারে, তাহলে আর মুক্তি দিয়ে কী হবে।’

একই রকম কথা জানিয়েছে ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়া সূত্র। সিনেমাটি কোরবানি ঈদে মুক্তির প্রস্তুতি নিয়ে শুরু হয়েছিল। কিন্তু শুটিং করা যাচ্ছে না জন্য সিনেমাটি মুক্তি পাচ্ছে না ঈদে।

রোজার ঈদের মতো কোরবানি ঈদেও সিনেমাগুলো মুক্তি পাচ্ছে না। ছবি কোলাজ: নিউজবাংলা

প্রযোজনা সূত্র নিউজবাংলাকে জানান, শুটিংয়ের প্রস্তুতি নিয়ে বসে আছেন কিন্তু শুটিং করতে পারছেন না তারা। এ অবস্থায় সিনেমা মুক্তি সম্ভব না বলেও জানান তারা।

রোজার ঈদে সিনেমাগুলো মুক্তির সম্ভাবনা ছিল, সেসব সিনেমার প্রযোজক-পরিচালকরাও জানিয়েছেন একই কথা।

শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’, ‘বিদ্রোহী’, শান্ত খানের ‘বিক্ষোভ’, সিয়াম-পূজার ‘শান’, আরিফিন শুভর ‘মিশন এক্সট্রিম’ সিনেমার প্রযোজক-পরিচালকরাও কোরবানি ঈদে সিনেমাটি মুক্তি দিচ্ছেন না বলে নিশ্চিত করেছেন নিউজবাংলাকে।

প্রদর্শক সমিতির সভাপতি কাজী শোয়েব রশিদও নিউজবাংলাকে জানিয়েছেন, সাধারণত সিনেমা মুক্তি পায় ঈদের দিন। কিন্তু এবার সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদের এক দিন পরই হল বন্ধ করে দিতে হবে। তাই সিনেমা হল বন্ধই থাকছে বলে জানান শোয়েব।

এ বিভাগের আরো খবর