বলিউডের নামকরা পরিচালক অনুরাগ কাশ্যপ। তার পরিচালিত সিনেমা গ্যাংস অব ওয়াসিপুর বা সিরিজ সেক্রেড গেমস শুধু ভারতে নয় বাংলাদেশেও তুমুল জনপ্রিয়।
এই পরিচালকের সঙ্গে ১৩ জুলাই কানে দেখা হয়েছে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। দুজনেই সেখানে গিয়েছেন কান ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেয়ার উদ্দেশ্যে।
বাঁধন ফেসবুকে তাদের দেখা হওয়া ও কথা বলার সময়ের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। রেহানা মরিয়ম নূর টিমের সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া এবং নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবুও ছিলেন সে সময়। তবে সাদ ছিলেন না সেখানে।
অভিনেত্রী বাঁধন একটি ভিডিও শেয়ার করেছেন ফেসবুকে। যেখানে অনুরাগ কিছু কথা বলেছেন রেহানা মরিয়ম নূর সিনেমা নিয়ে।
ভিডিওতে অনুরাগ বলেছেন, ‘রেহানা মরিয়ম নূর আমাদের অঞ্চল থেকে কানে আসা অন্যতম শক্তিশালী একটি সিনেমা। সিনেমাটি দেখে আমি অভিভূত। এর গল্প, ক্যামেরা, লাইট, সাউন্ড- সবই অসাধারণ। বাংলাদেশকে শুভেচ্ছা জানাচ্ছি সাদ এবং অভিনেত্রীর মাধ্যমে।’
আড্ডায় রেহানা মরিয়ম নূর সিনেমা সংশ্লিষ্টরা, অনুরাগ কাশ্যপ এবং অন্যান্যরা। ছবি: সংগৃহীত
৭৪তম কান চলচ্চিত্র উৎসবের অঁ সতেঁ রিগা বিভাগে প্রতিযোগিতা করছে বাংলাদেশের সিনেমা রেহানা মরিয়ম নূর। প্রতিযোগিতা বিভাগে এটাই প্রথম দেশের সিনেমা।
১৬ জুলাই অঁ সতেঁ রিগা বিভাগে বিভাগের পুরস্কার ঘোষণা করা হবে। রেহানা মরিয়ম নূর পুরস্কৃত হবে কি না তা জানতে আর কিছু অপেক্ষা করতেই হচ্ছে।