বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঈদে আসছে তপন চৌধুরীর গান ‘খেলাঘর’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৩ জুলাই, ২০২১ ১৭:৩৬

গানটির থিম অনুযায়ী অসাধারণ একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। আল মাসুদের নির্মাণে এ গানটির প্রধান মডেল হিসেবে অভিনয়ে করেছেন অভিনেত্রী নওশাবা আহমেদ।

দীর্ঘদিন পর প্রকাশ পেতে যাচ্ছে তপন চৌধুরীর নতুন গান। গানের শিরোনাম ‘খেলাঘর’। কেউ আগে, কেউ পরে/যেতে হবে ওপারে/ বিধাতা লিখে রাখে/একটা জনম- এমন কথার গানটি লিখেছেন তানভীর তারেক।

তানভীর তারেকের সুর ও সংগীতে সেলিব্রিটি স্টুডিওতে গানটি ধারণ করা হয়েছে।

গানটি প্রসঙ্গে দেশবরেণ্য শিল্পী তপন চৌধুরী বলেন, ‘তানভীরের কথা ও সুরে গান করব এমন পরিকল্পনা অনেক আগের। অবশেষে গানটি করা হলো। আমি যেকোনো গান গাইবার আগে প্রথমে লিরিকটা দেখতে চাই। তানভীরের এই লেখা গানটি মনকে নাড়া দিয়েছে। পরে বলি সুর করে গানটা বাঁধতে। সেভাবেই ওর স্টুডিওতে গাওয়া হলো গানটি।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার তানভীর তারেক বলেন, ‘মাস কয়েক আগে গানটির ১ মিনিটের একটি ডেমো প্রাথমিকভাবে ফেসবুকে প্রকাশ করি। এর কিছুক্ষণ পরই ধ্রুব দা আমাকে লেখেন, গানটা আমার চাই। মূলত ওইটুকুন কথাই ছিল বাকি গান তৈরির জন্য অনুপ্রেরণা।

‘কারণ তখনও গান পুরোটা লেখা হয়নি। এরপর শেষ করে তপন দাকে বললাম। কারণ তপন দার সঙ্গে আমার এটিই প্রথম কাজ। খুব কাছের বড় ভাইয়ের মতো একজন মানুষ আমার জীবনে তপন চৌধুরী। অথচ অন্য অনেক শিল্পীর সঙ্গে কাজ করা হলেও, তপন দার কণ্ঠে আমার সুরে কোনো গান করা হয়নি। অবশেষে সেই ইচ্ছেটি পূরণ হলো।’

গানটির থিম অনুযায়ী অসাধারণ একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। আল মাসুদের নির্মাণে এ গানটির প্রধান মডেল হিসেবে অভিনয় করেছেন অভিনেত্রী নওশাবা আহমেদ।

‘খেলাঘর’ শিরোনামের এই গানটি ঈদ উপলক্ষে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউবে অবমুক্ত করা হবে। সেই সঙ্গে শুনতে পাওয়া যাবে দেশি-বিদেশি বিভিন্ন অ্যাপেও।

এ বিভাগের আরো খবর