ইনস্টাগ্রামে পাওলিকে খুঁজলে পাওয়া যাবে শাড়ি, কখনও খোলা চুল, কপালে ছোট-বড় টিপে। একই অঙ্গে নানা রূপ ধারণ করেন তিনি। বারবার তাক লাগিয়ে দেন তার সাজে।
কখনও হয়ে ওঠেন ‘বুলবুল’-এর ছোটি বউ। কখনও আবার ‘চার অধ্যায়’-এর এলা। আবার ‘হেট স্টোরি'র তুমুল আবেদনময়ী হয়ে আসেন বড় পর্দায়। এভাবে নিজেকে দর্শকের কাছে জনপ্রিয় করে তুলেছেন তিনি।
সোমবার সকালে নিজের আরেক ছবিতে চিরচেনা সাজ থেকে হঠাৎ করে বেরিয়ে এসেছেন অভিনেত্রী। চেনা ছকের বাইরে যেতে যে তিনি পছন্দ করেন তা আরও স্পষ্ট হয়ে গেছে ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে।
ভক্তদের সঙ্গে অভিনেত্রী ভাগ করে নিয়েছেন লাল সুইম স্যুটে তার তোলা ছবি। ফ্রান্সের কান শহরের সমুদ্রপাড়ে সময় কাটানোর সময় এ ছবি তুলেছিলেন তিনি।
পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, বালুর ওপরে লাল রঙের কাপড় বিছিয়ে টানটান হয়ে শুয়ে আছেন পাওলি। সুইম স্যুটে যেন শরীরে রোদ মেখে নিচ্ছেন তিনি।
ইনস্টাগ্রামে পোস্ট করা পাওলির ছবি। ছবি: সংগৃহীত
পুরোনো ছবিটি ইনস্টাতে পোস্ট করে পাওলি লিখেছেন, ‘এক দশক আগের কোনো এক একলা সকাল।’ এর সঙ্গে হ্যাশট্যাগে লিখেছেন কানসমেমোরিজ।
এমন পোশাকে পাওলিকে দেখে বিস্মিত নেটিজেনরা। পোস্টের মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন অধিকাংশই। অনেকে আবার আগুনের চিহ্ন দিয়েছেন মন্তব্যের পাশাপাশি।
৩ কোর্স মিল, বিরিয়ানি ছবিতে অভিনয় করবেন পাওলি। পরিচালনায় আছেন অর্জুন দত্ত। আপাতত সেই কাজেই ব্যস্ত পাওলি দাম।
কিন্তু ব্যস্ততার ফাঁকে তার মন চলে গেল সুদূর কানের সমুদ্রের পাড়ে।