টালিউড অভিনেত্রী প্রত্যুষা পালের ছবি বিকৃত করে পর্নো সাইটে আপলোড করে তাকে ধর্ষণের হুমকি দেয়া হয়েছে বলে কলকাতার সাইবার ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ করেছেন অভিনেত্রী।
গায়ের রং কালো বলে সম্প্রতি নেটিজেনদের হেনস্তার শিকার হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন টালিউডের আর এক জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস। এবার আবার সোশ্যাল মিডিয়ায় ব্ল্যাকমেলের শিকার হলেন জনপ্রিয় অভিনেত্রী প্রত্যুষা পাল।
দিনের পর দিন তাকে কুরুচিকর মেসেজ করে, উত্ত্যক্ত করার পাশাপাশি, তার ছবি সুপার ইম্পোজ করে, পর্নো সাইটে পোস্ট করার অভিযোগ তুলেছেন তিনি। মা লক্ষ্মীর ভূমিকায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তার শিকার হয়ে আতঙ্কিত প্রত্যুষা ২০২০ সালের জুন মাসে পুলিশে অভিযোগ করেন।
এক বছর পরও দুষ্কৃতিরা কুরুচিপূর্ণ কাজ থেকে বিরত না হলে প্রত্যুষা আবার পুলিশের দ্বারস্থ হন। অভিনেত্রীর ছবি সুপার ইম্পোজ করে পর্নো সাইটে আপলোড করে, সেই ছবি পরিচিতদের কাছে পাঠিয়ে তার সম্মানহানির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিনেত্রী।
প্রত্যুষা পাল সংবাদমাধ্যমে জানান, তার সাবেক প্রেমিক অভিনেতা ফারহান ইমরোজের নাম করেও কুকথা বলা হয়। সে কথা ফারহানকে বলার পরও ফারহানের থেকে কোনো রকম সাহায্য পাননি বলে অভিযোগ করেন তিনি।
‘তবু মনে রেখো’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছিলেন ফারহান ইমরোজ ও প্রত্যুষা পাল। ছোট পর্দায় তাদের জুটি বেশ সফল হয়েছিল। ফারহানের সঙ্গে প্রত্যুষার প্রেমের সম্পর্কের ইতি ঘটেছে অনেক দিন।
প্রত্যুষার অভিযোগ, ‘সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি তাকে কিছু নিরীহ মেসেজ পাঠান। কে ওই ব্যক্তি অভিনেত্রী তা জানতে পারেননি। পরে মেসেজগুলো ধীরে ধীরে অশ্লীল মেসেজে পরিণত হয়। এমনকি তাকে ধর্ষণের হুমকি দিতে থাকেন ওই ব্যক্তি। ওই ব্যক্তিকে ব্লক করে দিলেও অন্য একটি অ্যাকাউন্ট থেকে ওই একই ধরনের মেসেজ আসতে থাকে।’ এমনকি অভিনেত্রীর মা ও হেয়ার ড্রেসারকেও হুমকি দেয়া হয় বলে অভিযোগ।
ইদানীং বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছালে অভিনেত্রীর মা লালবাজারে গিয়ে জানালে আইটি আইনে শ্লীলতাহানি, ভয় দেখানো, হেনস্তার অভিযোগে মামলা শুরু হয়েছে।