বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘মহানগর’-এর ভূয়সী প্রশংসা করলেন প্রসেনজিৎ

  •    
  • ১১ জুলাই, ২০২১ ১৯:৪৪

আশফাক নিপুন লিখেন, ‘প্রায় ১৫ মিনিট কথা হয়েছে উনার সঙ্গে যার পুরাটাই ছিল ‘মহানগর’ নিয়ে। ‘মহানগর’ এর গল্প, পারফরম্যান্স, কাষ্ট, ক্রু সবকিছু নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। ‘মহানগর’ এর গল্প বলার ধরণে, প্রতিটা অভিনেতার পারফরম্যান্সে উনি মুগ্ধ।’

গত ২৫ জুন ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-তে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ মহানগর- নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জুড়ে বইছে প্রশংসার জোয়ার।

এই সিরিজের প্রায় প্রতিটি চরিত্রই আলাদা আলাদা ভাবে প্রশংসা কুড়িয়েছে। সেই সঙ্গে প্রশংসায় ভাসছেন সিরিজটির নির্মাতা আশফাক নিপুন।

শুধু সাধারণ দর্শকরা নয়, তারকা অভিনেতা-অভিনেত্রী ও পরিচালকরাও মহানগর-এর প্রশংসা করতে কার্পণ্য করেন নি।

এবার এই তালিকায় যুক্ত হলেন টালিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

রোববার সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে একথা নিজেই জানিয়েছেন নির্মাতা আশফাক নিপুন।

তিনি লিখেছেন, ‘আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি! কিছুক্ষণ আগে ভারতের লেজেণ্ডারী অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্বয়ং আমাকে কল করে ‘মহানগর’ এর ভূয়সী প্রশংসা করেছেন! প্রায় ১৫ মিনিট কথা হয়েছে উনার সঙ্গে যার পুরাটাই ছিল ‘মহানগর’ নিয়ে। ‘মহানগর’ এর গল্প, পারফরম্যান্স, কাষ্ট, ক্রু সবকিছু নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। ‘মহানগর’ এর গল্প বলার ধরণে, প্রতিটা অভিনেতার পারফরম্যান্সে উনি মুগ্ধ।

‘বিশেষ করে ওসি হারুণ চরিত্রে মোশাররফ করিম এর অভিনয় নিয়ে উনার মুগ্ধতা কমছিলই না! এটাও বললেন করিম ভাইয়ের মত অভিনেতা এখন ঐ বাংলাতেও আর দেখা যায় না। শিশুর মত আগ্রহ নিয়ে ‘মহানগর’ এর শুটিং নিয়ে একের পর এক প্রশ্ন করে যাচ্ছিলেন, ঋতুপর্ণ ঘোষের সিনেমার প্রসঙ্গ টানছিলেন, উৎপল দত্তর কথা বলছিলেন আর এদিকে আমি আমার কানকেই বিশ্বাস করতে পারছিলাম না!’

আশফাক নিপুন আরও লেখেন, ‘ইউনিটের সবাইকে সালাম আর শুভেচ্ছা জানিয়ে ফোন রাখার আগে বারবার জোর দিয়ে বললেন ‘আপনার সিনেমা বানানো উচিৎ। সিরিজ তো বানাবেনই, কিন্তু আপনার উচিৎ সিনেমা বানানো। সিনেমা আপনার জায়গা।’

মহানগর ওয়েব সিরিজের বিভিন্ন দৃশ্যের ছবি। ছবি: সংগৃহীত

সবশেষে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে তিনি লেখেন, ‘আমি খুবই অনুপ্রানিত এবং এ ধরনের আরো গল্প শোনাতে মন থেকে উৎসাহ পাচ্ছি।’

মোশাররফ করিমের পাশাপাশি এই সিরিজে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, মোস্তাফিজুর নূর ইমরান ও খায়রুল বাশারসহ অনেকে।

এ বিভাগের আরো খবর