কোপা আমেরিকার ফাইনাল জিতে দীর্ঘ ২৮ বছরের ট্রফি খরা কাটিয়েছে আর্জেন্টিনা। আনহেল দি মারিয়ার গোলে ব্রাজিলকে হারিয়ে নিজেদের ১৫তম শিরোপা জিতেছে আলবিসেলেস্তে।
ফাইনালে এই দুই দলের জয়-পরাজয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মাঝে চলছে ব্যাপক তর্ক-বিতর্ক-আলোচনা।
কিন্তু এইসবের বাইরে কোপা আমেরিকার ফাইনালের একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেই ভিডিওটিতে মেসি আর নেইমারের আলিঙ্গনের দৃশ্য মনে কেড়েছে অনেকেরই।
অন্য আর দশজনের মতোই সেই দৃশ্য দেখে নিজের মুগ্ধতা চেপে রাখতে পারেননি ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী বুবলী।
রোববার বিকেলে ভিডিওটি নিজের ফেসবুক পেজে পোস্ট করে বুবলী লেখেন, ‘কোপা আমেরিকা ফাইনাল-২০২১’-এর সবচেয়ে সুন্দর মুহূর্ত।’
সেই সঙ্গে আর্জেন্টিনাকে অভিনন্দন আর ব্রাজিলের ভালো খেলার জন্য প্রশংসা জানাতে ভোলেননি এই অভিনেত্রী।
এর আগে গত ৮ জুলাই দীর্ঘ এক ফেসবুক স্ট্যাটাসে এ দেশের ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের দ্বন্দ্বে না জড়ানোর অনুরোধ জানিয়েছিলেন বুবলী।
রোববার সকালে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা নিজেদের করে নেয় আর্জেন্টিনা। লিওনেল মেসির হাতে ওঠে বহুল প্রতীক্ষিত শিরোপা।
এই জয়ে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ১৫ বার ট্রফি জিতল আর্জেন্টিনা। উরুগুয়েও জিতেছে ১৫ বার।