নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাশেম ফুড লিমিটেড কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান।
সেই সঙ্গে কিছু দিন পরপর এই ধরনের অগ্নিকাণ্ড ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বিস্ময় প্রকাশ করে এই অভিনেতা বলেন, ‘কিছুদিন পরপর এমন মর্মান্তিক সংবাদ আর দেখতে ও শুনতে চাই না।’
নারায়ণগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এই প্রতিক্রিয়া জানান তিনি।
শাকিব লেখেন, ‘আবার অগ্নিকাণ্ড, কী ভয়াবহ! কিছুদিন পরপর এমন মর্মান্তিক সংবাদ আর দেখতে ও শুনতে চাই না। করোনায় দৈনিক মৃত্যু আমাদের প্রকৃত মহামারিতে নিয়ে এসেছে। মানুষ ভাইরাস থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। দেশের দারুণ অর্থনৈতিক ক্রান্তিকালেও সরকার সব ধরণের অজরুরি প্রতিষ্ঠান বন্ধ করে লকডাউন ঘোষণা করেছেন তখন এ ধরণের মর্মান্তিক মৃত্যু আমাদের বিস্ময়ে হতবাক করে দেয়।’
আহতদের দ্রুত চিকিৎসার দাবি জানিয়ে তিনি লেখেন, ‘নারায়ণগঞ্জের রূপগঞ্জের কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যারা মারা গেছেন, তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি তাদের পরিবার ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাই। সেই সঙ্গে আহতদের দ্রুত চিকিৎসা ও সুস্থতা কামনা করছি।’
এই অগ্নিকাণ্ডের ঘটনায় সবশেষ ৫২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এর মধ্যে শুক্রবার দুপুর পর্যন্ত ৪৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে। রূপগঞ্জের ইউএস বাংলা হাসপাতালে দুইজন ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
৫২ জনের মৃত্যুর নিশ্চিত তথ্য মিলেছে, কিন্তু কতজনের খোঁজ নেই, সেটি নিশ্চিত নয় এখনও। এর মধ্যে একটি বেসরকারি সংস্থা স্বজনদের সঙ্গে কথা বলে একটি তালিকা করেছে, যাতে ৫১ জনের নাম রয়েছে।
তবে নিখোঁজ এই ৫১ জনই নাকি আরও নাম আছে, সেটি নিশ্চিত করে বলার মতো কোনো সূত্র নেই।
কারখানা কর্তৃপক্ষ জানাচ্ছে না তাদের কতজন শ্রমিক ছিল, কতজন উপস্থিত ছিল দুর্ঘটনার আগে। ফায়ার সার্ভিসও এখন পর্যন্ত নিশ্চিত নয়।