বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পৈতৃক সম্পত্তি উদ্ধারে ন্যানসির মামলা

  •    
  • ১০ জুলাই, ২০২১ ১৩:৪৮

ন্যানসি বলেন, ‘বিষয়টা আমাদের পরিবারিক, তাই আমি ও আমার দুই ভাই মিলে পারিবারিকভাবেই স্থানীয় আত্মীয়স্বজন নিয়ে বিষয়টির মীমাংসা করার চেষ্টা করেছি। কিন্তু এতেও যখন কাজ হয়নি তখন বাধ্য হয়েই আমরা মামলা করেছি।’

পৈতৃক সম্পত্তি বেদখল হয়েছে বলে অভিযোগ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি।

নিজেদের পৈতৃক সম্পত্তি উদ্ধারে ন্যানসির পক্ষে তার বড় ভাই জাকারিয়া নোমান ১৭ জুন নড়াইল জেলা আদালতে মামলা করেন।

ন্যানসি গণমাধ্যমকে জানান, নড়াইল জেলার বড়দিয়া উপজেলার চোরখালি মৌজায় তার বাবা প্রয়াত নাইমুল হকের ১৬ শতক পৈতৃক জমি আছে এবং তার বাবা নাইমুল হক ও মা মায়াতুন নাহারের ক্রয়কৃত আরও ৮ শতক জমি আছে।

ওয়ারিশ সূত্রে যার মালিকানা ন্যানসি, তার দুই ভাই জাকারিয়া নোমান, শাহরিয়া আমান সানি ও অন্য ওয়ারিশরা।

কিন্তু তার চাচা সৈয়দ কামরুল হাসান গং দীর্ঘদিন ধরে এই জমি ভোগদখল করে খাচ্ছেন। বারবার বলার পরও পৈতৃক সম্পত্তি দখলমুক্ত না করতে পেরে স্থানীয় থানায় বিষয়টি জানান ন্যানসি। থানার পরামর্শে আদালতে গিয়ে মামলাও করেন।

এ বিষয়ে নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন নিউজবাংলাকে বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। যেহেতু কোর্টে মামলা হয়েছে এখন আসলে আমাদের তেমন কিছু করার নেই। যদি ওনারা কোনো আইনি সহায়তা চান, তা অবশ্যই আমরা দেব।’

ন্যানসি বলেন, ‘বিষয়টা আমাদের পরিবারিক তাই আমি ও আমার দুই ভাই মিলে পারিবারিকভাবেই স্থানীয় আত্মীয়স্বজন নিয়ে বিষয়টির মীমাংসা করার চেষ্টা করেছি।

ন্যনসির দাবি তার পৈতৃক সম্পত্তিতে চলছে নির্মাণকাজ। ছবি: সংগৃহীত

‘কিন্তু এতেও যখন কাজ হয়নি তখন বাধ্য হয়েই আমরা মামলা করেছি। ১২ জুলাই মামলার প্রথম শুনানি। কিন্তু লকডাউনের কারণে আমি সেখানে যেতে পারছি না।

‘মামলা হবার পরও আদালতকে অবমাননা করে আমার চাচা ভবন নির্মাণের কাজ চালু রেখেছেন। আইন ও আদালতের প্রতি আমার আস্থা আছে আশা করছি ন্যায়বিচার পাব।’

ন্যানসির চাচা সৈয়দ কামরুল হাসান নিউজবাংলাকে বলেন, ‘হ্যাঁ, আমি স্বীকার করছি যে, তাদের ৪ শতক জায়গা রয়েছে। কিন্তু সেখানে ন্যানসির বাবার নামে মাদ্রাসা করার পারিবারিক সিদ্ধান্ত রয়েছে।

‘ন্যানসি যে জায়গা দাবি করে সেই জায়গার মধ্যে তো তার ছোট সৎভাইয়ের জায়গাও আছে। বিষয়গুলো নিয়ে আমরা নিজেদেরে মধ্যে আলোচনা করেছি। অন্য সবাই বিষয়গুলো ভালোভাবে নিলেও ন্যানসিরা বিষয়টা ভালোভাবে নেয়নি। তারা মামলা করেছে, আমাদের কাছেও সব তথ্যপ্রমাণ আছে। আমরা সেগুলো আদালতে পেশ করব।’

সৈয়দ কামরুল হাসান গংয়ের নির্মাণাধীন ভবন। ছবি: সংগৃহীত

ন্যানসির দেয়া দলিলের কপি অনুযায়ী তিনি ৮ শতাংশ জমির মালিক। সেই জমিও বেহাত হয়ে আছে বলে জানান ন্যানসি।

ন্যানসি আরও জানান, তাকে কিছু না জানিয়েই চাচা সৈয়দ কামরুল হাসান গং ন্যানসির বাবার নামে মাদ্রাসা করতে চাইছেন। আর মাদ্রাসা করতে চাইলে চাচা তার জায়গা বা অন্য কোনো জায়গাতেও সেটা করতে পারেন বলে জানান ন্যানসি।

সৈয়দ কামরুল হাসান গং যে ভবনগুলো নির্মাণ করেছেন তার কোনাটাই মাদ্রাসার কাজে ব্যবহৃত ভবনের মতো নয় বলে দাবি করেন ন্যানসি।

ন্যানসি তার চাচা সৈয়দ কামরুল হাসান গং কথার পরিপ্রেক্ষিতে বলেন, ‘তিনি যে আমার সৎ ভাইয়ের কথা উল্লেখ করেছেন, আমার মামলার বক্তব্যে সেই ওয়ারিশের কথাও আছে। আমি আমার একার জন্য বা শুধু আমার ভাইদের কথা উল্লেখ করে কিছু বলিনি। আমি সব ওয়ারিশের কথাও বলেছি।’

এ বিভাগের আরো খবর