কবিতার জন্য দুই বাংলাতেই ব্যাপক পরিচিত মুখ কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। কবি হিসেবে পরিচিত হলেও তার লেখা-গাওয়া গানেও মুগ্ধ ভক্ত-অনুরাগীরা।
কিন্তু গত মাসের শেষের দিকে সিনেমা নির্মানের ঘোষণা দিয়ে চমকে দিয়েছিলেন সবাইকে। তার এই সিনেমার নাম মানবজমিন। এর গল্প, চিত্রনাট্য, গান সবই লিখেছেন শ্রীজাত।
এবার আরেক চমক জানালেন নব্য এই পরিচালক। তার সিনেমায় গান করবেন এই সময়ের ভারতীয় হিন্দি ও বাংলা সিনেমার তুমুল জনপ্রিয় দুই প্লে ব্যাক সিঙ্গার শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিং।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে এ তথ্য নিজেই জানিয়েছেন শ্রীজাত।
শ্রীজাত জানিয়েছেন, আপাতত এই সিনেমায় চারটি গান রাখার কথা ভেবেছেন তিনি। তার মধ্যে দুটি গান গাইবেন অরিজিৎ ও শ্রেয়া।
শ্রীজাত বলেন, ‘আমার গান গাইবে বলে তারাও খুব খুশি। কাজ শুরু করার জন্য ওরা অপেক্ষায় আছে।’
তার সিনেমায় শ্রেয়া ও অরিজিতকে দিয়ে গান গাওয়াবেন আগেই মনস্থির করেছিলেন শ্রীজাত। সেই অনুযায়ী সাজিয়েছেন গানের কথা।
শ্রীজাতর কথায়, ‘শ্রেয়া ও অরিজিতের জন্য গান লিখতে লিখতে আমি বুঝতে পেরেছি কোন শব্দ ওদের গলায় খেলে ভাল। সেই অনুযায়ী গান লিখেছি।’
এর আগেও একাধিক বার এই দুই শিল্পীর সঙ্গে কাজ করেছেন শ্রীজাত। তার লেখা ‘তোমাকে ছুঁয়ে দিলাম’, ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’, ‘জানি দেখা হবে’-এর মতো জনপ্রিয় সব গান গেয়েছেন অরিজিৎ ও শ্রেয়া।
এর আগে সিনেমাটি নিয়ে শ্রীজাত জানিয়েছেন, তার প্রথম এই সিনেমায় ভালবাসাকে সাক্ষী রেখে মানুষের গল্প বলবেন তিনি। যদিও এখনও সিনেমাটির অভিনেতা-অভিনেত্রীর নাম এখনও চূড়ান্ত হয়নি।