কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে প্রতিযোগিতা বিভাগে আছে সিনেমা রেহানা মরিয়ম নূর। সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে ৭ জুলাই। প্রিমিয়ার শেষে দর্শকরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন শিল্পী ও কলাকুশলীদের।
৮ জুলাই আরও দুটি প্রদর্শনী ছিল সিনেমাটির। বৃহস্পতিবার ফ্রান্সের সময় সকাল ৮টা ৩০ মিনিটে দুবুসি থিয়েটারে প্রদর্শিত হয় সিনেমাটি।
প্রিমিয়ারের মতো দ্বিতীয় প্রদর্শনীতেও সাধারণ দর্শকরা টিকিট কেটে এবং অ্যাক্রিডিটেশন কার্ড হোল্ডাররা সিনেমাটি দেখার সুযোগ পান।
একই দিনে আরেকটি প্রদর্শনী হয় সিনেমাটির। সিনেমাটির সহ-প্রযোজক রাজিব মহাজন নিউজবাংলাকে বলেন, ‘সিনেমার শেষ প্রদর্শনীটি হয়েছে প্রফেশনালদের জন্য।’
দ্বিতীয় ও তৃতীয় প্রদর্শনী ছাড়াও উৎসবের তৃতীয় দিন রেহানা মরিয়ম নূর সিনেমাসংশ্লিষ্টদের জন্য বিশেষ আকর্ষণ ছিল কানের ছবি তোলার সেশন ফটোকল।
রেহানা মরিয়ম নূর সিনেমাটি প্রতিযোগিতা করছে অঁ সতেঁ রিগা বিভাগে। এতে আরও ১৯টি সিনেমা রয়েছে। ১৬ জুলাই ঘোষণা করা হবে এ বিভাগের পুরস্কার। অভিনেত্রী বাঁধন সবার কাছে দোয়া চেয়েছেন, যেন তারা বেটার কিছু নিয়ে আসতে পারেন।
বাঁ থেকে- প্রযোজক জেরেমি চুয়া, অভিনেত্রী বাঁধন, পরিচালক সাদ এবং নির্বাহী প্রযোজক এহসানুল হক। ছবি: সংগৃহীতএ সেশনে অংশ নেন সিনেমার অভিনেত্রী আজমেরী হক বাঁধন, পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া এবং নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু।
কানের ফটোকলে অভিনেত্রী বাঁধন। ছবি: সংগৃহী কানের ফটোকলে অভিনেত্রী বাঁধন। ছবি: সংগৃহী কানের ফটোকলে অভিনেত্রী বাঁধন। ছবি: সংগৃহী রেহানা মরিয়ম নূর সিনেমার প্রিমিয়ারের দিনে বাঁধনের সাজ। ছবি: সংগৃহীত