পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ দক্ষিণ আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট কোপা আমেরিকার ৪৭তম আসর বসেছে ব্রাজিলে।
এই টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে গত ৭ জুলাই কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এর ফলে ১৪ বছর পর ফাইনালে মুখোমুখি হচ্ছে বিশ্বফুটবলের অন্যতম দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল।
আগামী ১১ জুলাই বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে সেই উত্তেজনাপূর্ণ ম্যাচটি।
সে কারণে স্বাভাবিকভাবেই গোটা বিশ্বের ছড়িয়ে থাকা এই দুই দলের সমর্থকদের মাঝে বিরাজ করছে ব্যাপক উত্তেজনা।
তবে সেই উত্তেজনার পারদ মনে হয় বাংলাদেশি ভক্তদের মাঝে একটু বেশিই। যে কারণে ঘটছে নানা অনাকাঙিক্ষত ঘটনাও।
এই দুই দলের সমর্থকদের মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে লেগেই আছে নানা তর্ক-বিতর্ক। শুধু তাই নয়, দেশের দু-এক জায়গায় সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
তবে এসব ঘটনা চোখ এড়ায়নি ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বুবলীর। তাই তো দুই দলের সমর্থকদের বাড়াবাড়ি না করার অনুরোধ জানালেন এই অভিনেত্রী।
এ নিয়ে বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন বুবলী।
বাঙালিদের আনন্দপ্রেমী জাতি হিসেবে অ্যাখায়িত করে বুবলী লিখেছেন, ‘আমরা বাঙালিরা যেমন ভোজনরসিক, তেমনি নানান বিনোদনধর্মী শাখায় নিজেদের বিনোদিত করতে সবাই ভীষণ ভালোবাসি, তা সিনেমা হোক বা খেলা কিংবা এ-জাতীয় কিছু। এ ধরনের আনন্দপ্রেমী জাতি হিসেবে খুব গর্ববোধ করি।
‘কিন্তু পাশাপাশি যখন দেখি বা শুনি আমাদের দেশের মানুষ বিশেষ করে আর্জেন্টিনা, ব্রাজিলের মতো ভিন দেশের খেলা নিয়ে নিজেদের মধ্যে মারপিট, রেষারেষি, হেয় করা, গালাগালি, তর্কাতর্কি, গণ্ডগোল, আহাজারি এবং আত্মহত্যার মত ঘটনা ঘটাচ্ছে তা সত্যি দুঃখজনক।’
অভিনেত্রীর মতে, ব্রাজিল ও আর্জেন্টিনার নিজ নিজ দেশের মানুষেরা তাদের খেলা নিয়ে হয়তো বাংলাদেশিদের মতো বাড়াবাড়ি করে না।
সে কথা উল্লেখ করে বুবলী লেখেন, ‘ভাইয়া এবং আপুরা, যাদের জন্য আমরা এসব করছি তারা তো জানেই না যে তাদের এত ভক্ত বাংলাদেশে আছে আর সবাইকে চেনা তো দূরের কথা! এমনকি তাদের নিজেদের দেশের মানুষেরা তাদের নিজের দেশের খেলা নিয়ে শুধু উপভোগ করে কিন্তু আমাদের মতো এ রকম করে কি না আমার জানা নেই।’
ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী বুবলী। ছবি: সংগৃহীত
তিনি লেখেন, ‘অবশ্যই সাপোর্টার হতেই পারি কিন্তু তাই বলে অন্য কোন দেশের খেলা নিয়ে নিজেদের মধ্যে কেন মারপিট, ঝগড়া, ছোট করা, হেয় করা এমনকি আত্মহত্যা!!! দিন শেষে এই অতি সিরিয়াস ভক্তরাই কিন্তু নিজেকে মানসিক বা শারীরিকভাবে কষ্ট দিচ্ছে, তাতে কি আর্জেন্টিনা বা ব্রাজিলের কিছু আসছে যাচ্ছে?’
সবশেষে আর্জেন্টিনা ও ব্রাজিল এই দুই দলের সমর্থকদের অনুরোধ জানিয়ে বুবলী লেখেন, ‘তাই প্লিজ! প্রিয় কোনো দলের প্রতি ভালো লাগা বা সাপোর্ট থাকতেই পারে এবং অবশ্যই তা সম্মান করি কিন্তু তা যেন নিজেদের ক্ষতি করে বাড়াবাড়ির পর্যায়ে না যায়।’