কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুর দিনই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলিউডের আরেক প্রবাদপ্রতিম অভিনেতা নাসিরুদ্দিন শাহ।
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। একই দিনে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিলীপ কুমারও।
নাসিরুদ্দিন শাহ বাড়ি ফেরার পর বুধবার তার ছেলে অভিনেতা ভিভান দুটি ছবি পোস্ট করেন তার ইনস্টাগ্রাম স্টোরিতে।
বাবা নাসিরুদ্দিন শাহ ও মা রত্না পাঠকের একটি ছবি পোস্ট করে ভিভান লেখেন, ‘বাড়ি ফেরার পর।’
আরেক ছবিতে লেখেন, ‘আজ সকালে সবেমাত্রই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।’
গত ২৯ জুন হাসপাতালে ভর্তি করা হয়েছিল নাসিরুদ্দিন শাহকে।
গত সপ্তাহে নাসিরুদ্দিনের স্ত্রী রত্না পাঠক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণ ঘটেছে। বর্তমানে চিকিৎসা চলছে।
নাসিরুদ্দিন শাহর ছেলে ভিভানের ইনস্টাগ্রাম স্টোরি। ছবি: সংগৃহীত
ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম সেরা একজন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তিনি অভিনয় করেছেনমকবুল, দ্য ডার্টি পিকচার, জিন্দেগি মিলেগি না দোবারা, আ ওয়েডনেস ডে, সরফরোশ, মনসুন ওয়েডিং, জানে ভি দো ইয়ারোসহ অনেক দর্শকনন্দিত সিনেমায় ।