ওয়েব কনটেন্ট নির্মাণ করতে যাচ্ছেন মনপুরা খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোট গল্প গুনিন অবলম্বনে নির্মিত হবে এটি। কনটেন্টটির নামও রাখা হয়েছে গুনিন।
ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য নির্মিত হবে এটি। এতে রাবেয়া চরিত্রে অভিনয় করবেন নুসরাত ফারিয়া। তার সঙ্গে কনটেন্টে আরও থাকবেন সালাউদ্দিন লাভলু, ইরেশ যাকের, শরিফুল রাজ, মোস্তফা মনোয়ার, দিলারা জামানসহ অনেকে।
অভিনয়শিল্পীদের নামগুলো নিউজবাংলাকে নিশ্চিত করেছেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক।
নিউজবাংলাকে সেলিম বলেন, ‘আমরা শুটিং লোকেশন খুঁজছি। ঠিক লোকেশনটা পেলেই আমরা শুটিং শুরু করব। শুটিং করতে ১৫ থেকে ২০ দিন লাগবে। তবে সবই হবে করোনা পরিস্থিতি স্বভাবিক হলে।’
গুনিন এ গ্রাম বাংলার প্রেক্ষাপট উঠে আসবে বলে জানান সেলিম। গল্পটি পছন্দ করার কারণ জানিয়ে সেলিম বলেন, ‘কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্যারকে পেয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। তার সঙ্গে যে আমার খুব যোগাযোগ তা নয়। তবে এই কাজের মাধ্যমে আমি তার প্রতি শ্রদ্ধা জানাতে চাই।’
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। ছবি: সংগৃহীত
তিনি আরও বলেন, ‘এর একটা আর্কাইভাল ভ্যালু আছে। এক সময় হয়তো গ্রামই পাওয়া যাবে না। এই কাজের মাধ্যমে গ্রামীন প্রেক্ষাপট ও কিছু গল্প আমি ধারণ করে রাখতে চাই।’
তবে পরিচালক সবচেয়ে গুরুত্বে দিয়েছেন যে বিষয়ে সেটা হলো চিরন্তন মানুষ। বিষয়টি পরিষ্কার করতে গিয়ে সেলিম বলেন, ‘চিরন্তন গ্রাম-বাংলা নয় বরং চিরন্তন মানুষের গল্প আমি বলতে চাই। সেটাও গুনিন পছন্দ করার অন্যতম কারন।’