ঈদ উৎসবে দর্শকের জন্য আসছে আদনান আল রাজীবের ওয়েব কনটেন্ট ইউটিউমার। বুধবার প্রকাশ পেয়েছে এর পোস্টার। কনটেন্টটি মুক্তি পাবে ওয়েব প্ল্যাটফর্ম চরকিতে।
প্রীতম হাসান ও জিয়াউল হক পলাশ অভিনীত ইউটিউমার দেখা যাবে ঈদের দিন। চরকির অ্যাপ ও ওয়েবসাইট থেকে দর্শক সাবস্ক্রিপশন কিনে দেখতে পারবেন কনটেন্টটি।
এতে অভিনয় করেছেন গাউসুল আলম শাওন, শরাফ আহমেদ জীবন, কারিনা কায়সার, সালমান মুক্তাদিরসহ অনেকে।
নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত প্রথম ওয়েবফিল্ম এটি। গল্পের বিষয় সমসাময়িক। ভার্চুয়াল জগত ঘিরে এ সময়ে যত উন্মাদনা, উত্তেজনা আর হুজুগে কারবার চলে, এতে তাই ফুটে উঠবে।
এখনো যাত্রা করেনি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। ঈদুল আযহার আগেই শুরু হবে তাদের কার্যক্রম।
শুটিংয়ের সময়ে রাজীব বলেছিলেন, ‘ইউটিউমার ফিল্মটি এখনকার সময়ের জন্য খুবই প্রাসঙ্গিক। তাই এই সময়ের কনটেন্ট হিসেবে সিনেমাটি আশা করছি অনেকের ভালো লাগবে।’
ইউটিউমার ওয়েব কনটেন্টটি শুরু হওয়ার দিনে কেক কেটে উদযাপন। ছবি: সংগৃহীত
গানের মানুষ প্রীতম। ইউটিউমার এ অভিনয় প্রসঙ্গে শিল্পী বলেছিলেন, ‘যখন শুনলাম আদনান আল রাজীব ওয়েবফিল্মের ডিরেক্টর, তখন এক বাক্যে রাজি হয়ে গেলাম। আর ইউটিউমারের গল্পটা এতটাই দারুণ যে, অভিনয়ের সাহসটা করে ফেললাম।’
পলাশ বলেছিলেন, ‘এখন ভালো কনটেন্ট নির্মাণের সময়। ইউটিউমারের মতো কনটেন্ট নিয়মিত তৈরি হলে দর্শককে আর অন্য কোনো দিকে যেতে হবে না।’