বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আশা করছি সিনেমাটি আপনাদের সময় নষ্ট করেনি: সাদ

  •    
  • ৭ জুলাই, ২০২১ ২১:৪৯

রেহানা মরিয়ম নূর সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার শেষে পালে দো ফেস্টিভ্যাল ভবনের সাল দুবুসি প্রেক্ষাগৃহের দর্শকরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে সম্মান জানিয়েছেন সিনেমাটির প্রযোজক, পরিচালক, শিল্পী ও কলাকুশলীদের।

কান চলচ্চিত্র উৎসবে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার প্রিমিয়ার শেষে দর্শকদের সামনে কথা বলেছেন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাদ বলেন, ‘আমাদের এখানে আসাটা সত্যিই অবিশ্বাস্য। সবাইকে অনেক ধন্যবাদ। কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষকে ধন্যবাদ। আমি আশা করছি, সিনেমাটি দেখে আপনাদের (দর্শকদের) সময় নষ্ট হয়নি।’

বুধবার বাংলাদেশ সময় বেলা ৩টা ১৫ মিনিটে শুরু হয় ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার প্রিমিয়ার। সিনেমার ব্যাপ্তি ছিল ১ ঘণ্টা ৪৭ মিনিট।

‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার শেষে পালে দো ফেস্টিভ্যাল ভবনের সাল দুবুসি প্রেক্ষাগৃহের দর্শকরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে সম্মান জানিয়েছেন সিনেমাটির প্রযোজক, পরিচালক, শিল্পী ও কলাকুশলীদের।

দর্শকদের অভিবাদন পেয়ে আবেগে আপ্লুত হন অভিনেত্রী বাঁধন।

তিনি বলেন, ‘এটা যে কী অসাধারণ মুহূর্ত ছিল, আমি তা বলে বোঝাতে পারব না। এখানে আমি কাউকে চিনি না। সবাই এসে আমাকে জড়িয়ে ধরছেন। আমার অভিনয় তাদের ভালো লেগেছে সে কথা জানাচ্ছেন। এটা আমাদের সবার অর্জন।’

বাঁধন আরও বলেন, ‘এটা আমাদের সবার কাজ, সবার কষ্টের ফল। সবাই দোয়া করবেন, ১৬ তারিখে পুরস্কার ঘোষণা হবে। আমরা যেন বেটার কিছু নিয়ে আসতে পারি।’

প্রিমিয়ারের আগে লাল গালিচায় ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার প্রযোজক, পরিচালক, শিল্পী ও কলাকুশলীরা। ছবি: সংগৃহীত

প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সিনেমার সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু, পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, সিনেমাটোগ্রাফার তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জ্বল, কালারিস্ট চিন্ময় ও সাউন্ড ডিজাইনার শৈব তালুকদার।

এ বিভাগের আরো খবর