চলছে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট। আগামী রোববার এর ফাইনালে খেলবে আর্জেন্টিনা ও ব্রাজিল। বুধবার সেমিফাইনালের খেলায় কলাম্বিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। স্বাভাবিকভাবেই আনন্দে ভাসছেন দলটির সমর্থকরা।
এর ঠিক আগের দিন রাতে তারকা ফুটবলার মেসিকে নিয়ে ইউটিউব চ্যানেলে একটি গান প্রকাশ করেছেন হিরো আলম। মেসিকে ‘বস’ উল্লেখ করে গাওয়া গানটি হয়তো দেশের আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে।
গানের কথা এমন, মেসি মেসি মেসি আমরা ভালোবাসি/ আর্জেন্টিনা জিতে যাবে আমরা জেনে গেছি/ বলো উই লাভ ইউ/ বলো বস মেসি/ মেসি মেসি মেসি আমরা ভালোবাসি/ মেসি মানে আর্জেন্টিনা/ মেসি মানে জয়/ মেসি মানে আত্মবিশ্বাস/ নেই কোনো ভয়।
গানের কথা ‘আর্জেন্টিনা জিতে যাবে আমরা জেনে গেছি’-এর মতোই খেলার আগেই হয়তো হিরো আলম জেনে গিয়েছিলেন যে আর্জেন্টিনা জিতে যাবে। তাই খেলার আগের রাতেই মেসি ও আর্জেন্টিনাকে নিয়ে তৈরি করা গানটি প্রকাশ করেন তিনি।
এ প্রসঙ্গে হিরো আলম নিউজবাংলাকে বলেন, ‘আমি আর্জেন্টিনার সমর্থক। সব সময়ই আশা থাকে আর্জেন্টিনা জিতবে। সেই আশা থেকেই খেলার আগের রাতে গানটি প্রকাশ করি। তা ছাড়া অন্য সমর্থকদের উৎসাহ দেয়াও একটা উদ্দেশ্য ছিল।’
আর্জেন্টিনা ও মেসিকে নিয়ে তো গান হলো, এর পর কি ব্রাজিল বা নেইমারকে নিয়ে গান করবেন হিরো আলম?
এমন প্রশ্নের উত্তরে হিরো আলম বলেন, ‘সম্ভাবনা আছে। দেখি কী করা যায়।’
তিনি জানান, গত রাতেই গানটি প্রস্তুত করে ইউটিউবে প্রকাশ করা হয়েছে। ‘মেসি ভালোবাসি’ শিরোনামের গানটি প্রকাশ পেয়েছে হিরো আলম নামের ইউটিউব চ্যানেলে। এটিও হিরো আলমের চ্যানেল। তবে এর সাবস্ক্রাইবার কম। বেশি সাবস্ক্রাইবার থাকা চ্যানেলেও গানটি প্রকাশ পাবে বলে জানান হিরো আলম।
গানটির কথা লিখেছেন হিরো আলম ও আকাশ নিবির। এ প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় হিরো আলম সুরকারের নামটি মনে করতে না পারায় সুরকারের নাম উল্লেখ না করার কথা বলেন হিরো আলম।