মাত্র কয়েক বছর হলো রূপালি পর্দায় যাত্রা শুরু করেছেন বলিউড নবাব সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান। এর মধ্যে সিনেমা করেছেন মাত্র হাতে গোনা কয়েকটি।
২০১৮ সালে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে কেদারনাথ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন তিনি।
এরপর রণবীর সিংয়ের বিপরীতে সিম্বা, বরুণ ধাওয়ানের বিপরীতে কুলি নাম্বার ওয়ান, কার্তিক আরিয়ানের বিপররীতে লাভ আজ কাল সিনেমায় অভিনয় দিয়ে বেশ প্রশংসা কুঁড়িয়েছেন সারা।
সম্প্রতি বলিউড খিলাড়ি খ্যাত অভিনেতা অক্ষয় কুমার ও দক্ষিণী সুপারস্টার ধানুশের সঙ্গে শেষ করেছেন আতরঙ্গি সিনেমার শুটিং।
আর এই সিনেমার মধ্য দিয়েই প্রথমবার বলিউডের খ্যাতিমান পরিচালক আনন্দ এল রাইয়ের পরিচালনায় কাজ করলেন সারা।
সেই সুবাদেই শোনা যাচ্ছে এই পরিচালকের প্রযোজনা সংস্থা কালার ইয়োলো প্রোডাকশনের আগামী সিনেমা নখরেওয়ালি-তে নাকি অন্যতম মুখ্যচরিত্রে থাকছেন সারা।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই সিনেমায় তুলে ধরা হবে সমকামী প্রেমের গল্প। এতে এমন একজন পুরুষের গল্প থাকবে যে নিজেকে নারী ভাবতে ও নারীদের মত করে পোশাক পড়তেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে।
বলিউড অভিনেত্রী সারা আলি খান। ছবি: সংগৃহীত
ভারতীয় সমাজ ব্যবস্থা এখনও সমকামী ভালোবাসাকে খোলা মনে মেনে নিতে পারে না। তাই মূলত সমাজে সচেতনতা বাড়াতেই এমন গল্প নিয়েই কাজ করতে যাচ্ছেন আনন্দ এল রাই।
বলিউড অভিনেত্রী সারা আলি খান। ছবি: সংগৃহীত
সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদন গুলোতে বলা হচ্ছে, নখরেওয়ালি-তে থাকতে পারেন বলিউড অভিনেতা ভিকি কৌশলের ভাই সানি
সিনেমাটির প্রযোজক হিসেবে আনন্দ এল রাই থাকলেও জানা গেছে নখরেওয়ালি পরিচালনা করবেন রাহুল শঙ্কালয়।
বলিউড অভিনেত্রী সারা আলি খান। ছবি: সংগৃহীত
আগামী কয়েক দিনের মধ্যেই নাকি সিনেমাটির শুটিং শুরুর আনুষ্ঠানিক খবর জানাবে প্রযোজক সংস্থা। চলতি বছরের শেষের দিকেই মুক্তি পেতে পারে এই সিনেমাটি।