বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের অঁ সতেঁ রিগা বিভাগে প্রথমবার নির্বাচিত হয়েছে দেশের সিনেমা রেহানা মরিয়ম নূর। বুধবার বাংলাদেশ সময় ৩টা ১৫ মিনিটে প্রিমিয়ার হবে সিনেমাটি।
সেখানে উপস্থিত থাকবেন সিনেমাটির পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধনসহ সংশ্লিষ্ট আরও কয়েকজন।
কিন্তু বিশেষ এই দিনে সাদকে মুখচোরা হয়ে না থাকার আহ্বান জানিয়েছেন সাংবাদিক ও চলচ্চিত্র পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী। তিনি তার ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাসে সাদের প্রতি এই আহ্বান জানিয়েছেন।
তিনি লিখেছেন, ‘সাদ, প্যালে দো ফেস্তিভালের চারতলার পেছন দিকটায় একটা বিশেষ রুম আছে। সেখানে, ফিপ্রেসকি পুরস্কার ঘোষণা হয়। তারপর আছে, সালে দিবুসি হলে অঁ সতেঁ রিগা বিভাগের পুরস্কার মঞ্চ। ওখান থেকে নানা দেশের মানুষ পুরস্কার নিয়ে যায় প্রতি বছর বছর!
‘আপনি হয়তো বিশ্বাস করবেন না, সেখানে আমরা গুটিকয় বাংলাদেশি সাংবাদিক কিরকম কাঙালের মতো দাঁড়িয়ে থাকতাম! একবার শুধু বাংলাদেশ নামটা শুনব বলে! এবার যদি সেই বিশেষ রুমটাতে আপনার ডাক পড়ে- আপনার দেশের কথা মনে রাইখেন। মুখচোরা হয়ে থাকবেন না, প্লিজ।’
ইকবাল তার লেখা শুরু করেন সাদসহ তার সহকর্মীদের কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে না যাওয়ার প্রসঙ্গ টেনে। তিনি এর কারণ জানতে চাননি, সমালোচনাও করেননি।
কান চলচ্চিত্র উৎসবের আগের কোনো এক আয়োজনে ইকবাল হোসাইন চৌধুরী। ছবি: সংগৃহীত
ইকবাল হোসাইন চৌধুরী লিখেছেন, ‘সাদ, মোদ্দা কথাটা হলো, কান উৎসবে আপনার ছবির প্রথম প্রদর্শনী আর বেশি দেরি নেই। গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের লাল গালিচায় আপনাকে দেখা যায়নি। সালে দিবুসি হলে আপনাকে আমরা ঠিকঠাক দেখতে চাই।
‘আমরা চাই, আপনি একা না। আপনি সদলবলে যাবেন। সেখানে কত রথী-মহারথীর সঙ্গে আপনাদের দেখা হবে! নিজের অভ্যাসের বাইরে গিয়ে হলেও চেষ্টা করবেন তাদেরকে নিজের দেশ নিয়ে দুইটা ভালো কথা বলতে।
‘সিনেমায় যা বলার বলেছি টাইপ ইমোশনাল কথা বলে আবার এড়িয়ে যাবেন না। নিজের জন্য না হোক, দেশের জন্য এই সামান্য কষ্ট আপনি ইচ্ছে করলে নিশ্চয়ই করতে পারবেন।’
রেহানা মরিয়ম নূর সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত
শেষে তিনি সম্ভাবনা জড়িয়ে লিখেছেন, ‘শেষে দুটো আশার কথা বলি। অঁ সতেঁ রিগা বিভাগের গোটা বিশেক ছবির সবগুলোর বিষয়-আশয় মোটামুটি উল্টেপাল্টে দেখেছি। আপনার রেহানা মরিয়ম নূর যেকোনো বিচারে দর্শক-সমালোচকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে এটা আমি মোটামুটি নিশ্চিত। বাকি আল্লাহ ভরসা!’
ইকবাল হোসাইন চৌধুরী ২০২০ সালে কানাডার সেনটিনিয়েল কলেজ থেকে চলচ্চিত্র ও টেলিভিশন বিষয়ে উচ্চতর লেখাপড়া শেষ করেছেন। এ ছাড়া রেজাউর রহমান খানের (পিপলু আর খান) প্রযোজনায় বলি নামের সিনেমা নির্মাণ করবেন তিনি। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে সিনেমাটি।