বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২৭ বছর পরে একই গানে ঝড় তুললেন শিল্পা

  •    
  • ৬ জুলাই, ২০২১ ১৭:২০

১৯৯৪ সালে মুক্তি পাওয়া শিল্পা শেঠি ও অক্ষয় কুমার অভিনীত ম্যায় খিলাড়ি তু আনাড়ি সিনেমায় ছিল ‘চুরাকে দিল মেরা’ গানটি। রোমান্টিক এই গানে তাদের পারফরমেন্স মন কেড়েছিল দর্শকদের।

দীর্ঘ বিরতির পর হাঙ্গামা টু সিনেমা দিয়ে পর্দায় ফিরেছেন বলিউডের ফিটনেস কুইন শিল্পা শেঠী।

আগামী ২৩ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

তবে তার আগেই এই সিনেমার গান ‘চুরাকে দিল মেরা ২.০’-তে দর্শকদের ঝড় দেখালেন শিল্পা।

মঙ্গলবার সকালে গানটি প্রকাশ করা হয়েছে ‘ভেনাস’ নামে এক ইউটিউব চ্যানেলে। ইতিমধ্যে সাড়ে ১২ লাখের বেশিবার দেখা হয়েছে গানটি।

গানটিতে শিল্পার পারফরমেন্স দেখে প্রশংসায় ভাসাচ্ছেন তার ভক্তরা।

১৯৯৪ সালে মুক্তি পাওয়া শিল্পা শেঠি ও অক্ষয় কুমার অভিনীত ম্যায় খিলাড়ি তু আনাড়ি সিনেমায় ছিল ‘চুরাকে দিল মেরা’ গানটি। রোমান্টিক এই গানে তাদের পারফরমেন্স মন কেড়েছিল দর্শকদের।

শুধু তাই নয়, ৯০ দশকের ব্যাপক জনপ্রিয় এই গানটিতে একসময় পুরো বলিউড নেচেছিল।

বলিউডের ফিটনেস কুইন শিল্পা শেঠি। ছবি: সংগৃহীত

তবে হাঙ্গামা টু-তে গানটির রিমেক ভার্সন ‘চুরাকে দিল মেরা ২.০’-তে শিল্পার সঙ্গে দেখা দিয়েছে বলিউড তারকা মিজান জাফরি।

বলিউডের ফিটনেস কুইন শিল্পা শেঠি। ছবি: সংগৃহীত

১৭ বছর পর হাঙ্গামা’র সিকুয়েল হাঙ্গামা টু বানালেন নির্মাতা প্রিয়দর্শন। শিল্পা শেঠি ও মিজান জাফরি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, আশুতোষ রানা, রাজপাল যাদব, জনি লিভারসহ অনেকে।

এ বিভাগের আরো খবর