এই শহরের নির্দয় সিস্টেমে বড় হয় ওঠা দুই কিশোর কিশোরী। তাদের চারপাশের নিষ্ঠুরতা, মানুষের প্রতি মানুষের দয়াহীনতা, লালসা, মিথ্যার বিস্তৃত জাল। পরিস্থিতি তাদের একটা দৌড়ের মধ্যে ফেলে দেয়।
তারা ক্রমশ ক্ষমতার কেন্দ্রে আসতে চায়। রাজনীতির অন্তর্গত খেলাটা শিখে ওঠে। আলো নয় অন্ধকারে কীভাবে টাকশালের জন্ম হয় সেটা দেখে। একসময় নিজেরা সব কিছুর নিয়ন্ত্রক হয়ে যায়।
ওয়েব সিরিজ পঁচিশ এর গল্পের বিষয়বস্তুকে এভাবেই ব্যাখ্যা করলেন এর নর্মিাতা ও চিত্রনাট্যকার মাহমুদ দিদার।
এর আগে নিউজবাংলাকে দিদার বলেছিলেন, ‘গল্পটা গঠনে পঁচিশ সংখ্যাটি গুরুত্বপূর্ণ। তাই ওয়েব সিরিজের নাম পঁচিশ। আমার নির্মাণের যে স্টাইল, সে ঢংয়েই কাজটি করেছি।’
আসছে কোরবানির ঈদে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে সিরিজটি। কাইটস এর ব্যানারে নির্মিত আট পর্বের এই সিরিজটি প্রযোজনা করেছেন এবং গল্প ভেবেছেন কামরুন্নেসা মিরা।
পঁচিশ ওয়েব সিরিজের দৃশ্যে শ্যামল মাওলা ও সুনেরাহ বিনতে কামাল। ছবি: সংগৃহীত
পঁচিশ এর মাধ্যমে ওয়েব কনটেন্টে প্রথম বার অভিনয় করলেন ন ডরাই খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। এতে আরও আছেন শ্যামল মাওলা, সাঈদ বাবু, ইয়াশ রোহান, রুদ্র হকসহ অনেকে।
পঁচিশ ওয়েব সিরিজের নির্মাতা মাহমুদ দিদার। ছবি: সংগৃহীত
নির্মাতা মাহমুদ দিদারেও এটি প্রথম ওয়েব কনটেন্ট। এর আগে অনেক নাটক নির্মাণ করেছেন তিনি। বিউটি সার্কাস নামের একটি সিনেমা তিনি নির্মাণ করেছেন, কিন্তু তা এখনও মুক্তি পায়নি।