পশ্চিমবঙ্গে ব্যাপক জনপ্রিয় টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। সেই সঙ্গে বাংলাদেশেও রয়েছে তার বেশ ভক্ত-অনুরাগী।
বিভিন্ন উৎসব ঘিরে সেইসব ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা বার্তাও দিয়ে থাকেন অভিনেত্রী। এইতো গত বৈশাখেই তার বিকল্প হয়নি।
তবে এবার শুভেচ্ছা বার্তা নয় মজার গল্প শোনালেন অভিনেত্রী। গল্পটি দূর্গা পূজা ঘিরে। যদিও পূজা আসতে এখন প্রায় মাস তিনেক বাকি।
কিন্তু তাতে কী, স্মৃতির পাতা উল্টাতে তো কোনো দোষ নেই। তাইতো অভিনেত্রী তার ছোট বেলার এক দূর্গা পূজার গল্প শোনালেন।
তিনি নাকি সে সময় কাঁদতে কাঁদতে ৫০ টি ফুচকা খেয়েছিলেন।
রোববার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানেই শোনালেন সেই মজার স্মৃতির গল্প।
কলকাতার অভিনেত্রীর বাড়ির সামনেই নর্দার্ন পার্ক। ধুমধাম করে পূজা হয় সেখানে। ছোটবেলায় চাচাতো-মামাতো দাদা-দিদিদের সঙ্গে ঘুরতে যেতেন সেখানে।
পূজা এলেই নাগরদোলা চড়া আর ফুচকা খাওয়ার নেশায় নর্দার্ন পার্কে যাওয়ার জন্য মুখিয়ে থাকতেন তিনি। কিন্তু এক বার কোয়েলকে না নিয়েই নিজেদের মতো চলে গিয়েছিলেন তার দাদা-দিদিরা।
এদিকে কোয়েল বাড়ি ফিরে কাউকে না দেখতে পেয়ে অভিমানে-কষ্টে কান্না করতে লাগেন। কান্না শুনে তার মেজো চাচা এসে ছোট্ট কোয়েলের মন ভোলান।
কোয়েলের দাদা-দিদিরা তাকে ছেড়েই বেড়িয়ে পড়েছেন শোনে তিনি নর্দার্ন পার্কে নিয়ে গিয়ে কোয়েলকে ফুচকা খাওয়ান।
হাসতে হাসতে অভিনেত্রী বলেন, ‘কেউ বিশ্বাস করবে না আমি জানি। কিন্তু সত্যি কথা আমি বলছি, আমি ৫০টা ফুচকা খেয়েছিলাম সেদিন। ভীষণ কাঁদতে কাঁদতে আমি ৫০টা ফুচকা খেয়েছিলাম।’
মজার স্বরে অভিনেত্রী আরও বলেন, ‘আমি পরে ভাবলাম অন্তত একটু লজ্জা পাওয়া উচিত ছিল কিন্তু কোনো কারণে আমি লজ্জাটা পাইনি। ফুচকার ব্যাপারে আমি খুব একটা লজ্জা পাইনা।’
কোয়েলের ছোট্ট বেলার এই মজার গল্প শুনে শুধু লাভ রিয়্যাক্ট নয় মন্তব্যে ঘরেও উজার করে ভালোবাসা জানাচ্ছেন তার ভক্ত-অনুরাগীরা।