বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিচ্ছেদের পর একসঙ্গে আমির-কিরনের ভিডিও

  •    
  • ৪ জুলাই, ২০২১ ১৭:৪১

রোববার পানি ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেল থেকে যৌথ এক ভিডিও বার্তা দিয়েছেন প্রাক্তন এই জুটি। সেই বার্তাতেই তারা জানালেন, এখন সম্পর্কের পরিবর্তন হলেও একে অপরের সঙ্গেই আছেন দুজন।  

লাখো ভক্ত-অনুরাগীকে অবাক করে দিয়ে ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন বলিউডের পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান।

শনিবার যৌথ বিবৃতিতে বিচ্ছেদের কথা জানান আমির খান ও প্রাক্তন স্ত্রী কিরন রাও।

বিবৃতিতে তারা জানান, এর আগেও তারা বিচ্ছেদের কথা ভেবেছিলেন। তবে এবার সিদ্ধান্তটা নিয়েই ফেললেন।

তবে তার এক দিন পরই রোববার পানি ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেল থেকে যৌথ এক ভিডিও বার্তা দিয়েছেন প্রাক্তন এই জুটি।

সেই বার্তাতেই তারা জানালেন, এখন সম্পর্কের পরিবর্তন হলেও একে অপরের সঙ্গেই আছেন দুজন।

ভিডিওতে দেখা আমির ও কিরন হাসিমুখে পাশাপাশি বসে আছেন।

সেখানে আমির খান বলেন, ‘আপনারা আমাদের ব্যাপারে গতকাল শুনেছেন-পড়েছেন, আমাদের ঘোষণা এসেছিল। আপনারা দুঃখ পেয়েছেন, খারাপ লেগেছে, চমকে গেছেন।

‘আমরা শুধু এইটুকুই বলতে চাই আমরা দুজনেই খুব খুশি। আর আমরা একই পরিবার।’

কথার মাঝে কিরনের হাতে হাত রেখে আমির বলেন, ‘আমাদের সম্পর্কে পরিবর্তন হয়েছে কিন্তু আমরা একে অপরের সঙ্গেই আছি।’

আমির খান ও কিরন রাও (ডানে)। ছবি: সংগৃহীত

সেই সঙ্গে তাদের যৌথ উদ্যোগ পানি ফাউন্ডেশন নিয়ে আমির বলেন, ‘পানি ফাউন্ডেশন আমাদের কাছে আমাদের সন্তান আজাদের মতো। আমরা সব সময় পরিবারই থাকব। আর এটুকুই বলব, আপনারা আমাদের জন্য দোয়া করুন, প্রার্থনা করুন।

আমির খান ও কিরন রাও (ডানে)। ছবি: সংগৃহীত

লাল সিং চাড্ডা সিনেমার শুটিংয়ের জন্য বর্তমানে কাশ্মীরের কারগিলে রয়েছেন আমির। সেখানে তার সঙ্গেই রয়েছেন কিরন ও তাদের সন্তান আজাদ। আর সেখান থেকেই এই ভিডিও বার্তা দিয়েছেন প্রাক্তন এই জুটি।

দ্বিতীয়বারের মতো ঘর ভাঙল আমির খানের। ৫৬ বছর বয়সী অভিনেতা আমির খান প্রথম বিয়ে করেন ১৯৮৬ সালে রীনা দত্তকে। সেই ঘর ভাঙে ২০০২ সালে। ২০০৫ সালে আমির বিয়ে করেন কিরন রাওকে।

আমিরের তিন সন্তান জুনায়েদ খান ও ইরা খান তার প্রথম ঘরের এবং আজাদ রাও খান তার দ্বিতীয় ঘরের সন্তান।

এ বিভাগের আরো খবর