বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অভিনেত্রীদের দেহরক্ষী: কার বেতন কত

  •    
  • ৩ জুলাই, ২০২১ ১৯:১৫

বিশেষ করে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, আমির খান ও অক্ষয় কুমারের মতো সুপারস্টারদের দেহরক্ষীর বেতনের তথ্য অনেকেরই জানা। এমনকি সালমান খানের দেহরক্ষী শেরা তো একরকম তারকাই। সালমানের এমন কোনো ভক্ত নেই যে শেরাকে চেনেন না।   

বলিউডের জনপ্রিয় প্রায় সব অভিনেতা-অভিনেত্রীর রয়েছে নিজস্ব দেহরক্ষী।

এই বডিগার্ডরা তাদের ছায়ার মতো ঘিরে নিরাপত্তা দেন। সিনেমার শুটিং স্পট ও নানা অনুষ্ঠান থেকে শুরু করে বিমানবন্দরের করিডোর সব জায়গায়।

এমন নানা জায়গার তাদের দেহরক্ষীদের নিরাপত্তা দেয়ার দৃশ্য ধরা দেখা যায় পাপ্পারাজিদের ক্যামেরায়।

যেন তারকাদের সার্বক্ষণিক ছায়ার মতো ঘিরে থাকেন তাদের দেহরক্ষীরা।

কিন্তু এই দেহরক্ষীরা কে কত টাকা বেতন পান? সেই তথ্য অবশ্য নানা সময়ই গণমাধ্যমে প্রকাশ হয়েছে।

বিশেষ করে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, আমির খান ও অক্ষয় কুমারের মতো সুপারস্টারদের দেহরক্ষীর বেতনের তথ্য অনেকেরই জানা।

এমনকি সালমান খানের দেহরক্ষী শেরা তো একরকম তারকাই। সালমানের এমন কোনো ভক্ত নেই যে শেরাকে চেনেন না।

তেমনই বলিউডের জনপ্রিয় চার তারকা অভিনেত্রী দীপিকা পাডুকোন, ক্যাটরিনা কাইফ, কঙ্গনা রানাউত ও আনুশকা শর্মারও রয়েছে দেহরক্ষী।

কিন্তু এই চার তারকার দেহরক্ষীদের বেতনের কথা জানলে হয়তো চোখ কপালে উঠার জোগার হবে অনেকেরই।

দীপিকা পাডুকোন

দীপিকা পাড়ুকোনের বডিগার্ডের নাম জালাল। ছায়ার মতো দীপিকার সঙ্গে থাকেন সর্বক্ষণ। প্রতিবছর রাখি বন্ধনের দিন জালালকে রাখি বাঁধেন দীপিকা।

দীপিকা পাডুকোনের নিরাপত্তায় তার দেহরক্ষী জালাল। ছবি: সংগৃহীত

জালালকে বছরে ১ কোটি রুপি দেন দীপিকা। যা বাংলাদেশি টাকায় ১ কোটি ১৩ লাখের বেশি।

ক্যাটরিনা কাইফ

বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফের সর্বক্ষণের সঙ্গী তার দেহরক্ষী দীপক সিং। দীপক আগে শাহরুখ খানের দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে ক্যাটরিনার দেহরক্ষী হিসেবে কাজ শুরু করেন।

ক্যাটরিনা কাইফের নিরাপত্তায় তার দেহরক্ষী দীপক সিং। ছবি: সংগৃহীত

দীপক বলিউডের সবচেয়ে সুদর্শন দেহরক্ষীদের মধ্যে অন্যতম। ক্যাটরিনাও দীপিকার দেহরক্ষীর সমপরিমাণ বেতন দেন দীপককে।

কঙ্গনা রানাউত

বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউতের দেহরক্ষীর নাম কুমার হেগড়ে। প্রতিবছর কুমারের জন্মদিনও পালন করে থাকেন কঙ্গনা। কুমারকে পরিবারের সদস্য হিসেবেই মনে করেন অভিনেত্রী। বছরে তাকে ৯০ লক্ষ রুপি দেন কঙ্গনা। যা বাংলাদেশি টাকায় ১ কোটি ২ লাখেরও কিছু বেশি।

কঙ্গনা রানাউতের নিরাপত্তায় তার দেহরক্ষী কুমার হেগড়ে। ছবি: সংগৃহীত

অবশ্য কিছুদিন আগে কুমার হেগড়ের বিরুদ্ধে আন্ধেরির এক বিউটিশিয়ান ধর্ষণের অভিযোগ তুলেছেন। তার নামে মামলাও হয়েছে।

অনুশকা শর্মা

আনুশকা শর্মার দেহরক্ষীর প্রকাশ সিং। তবে আনুশকা ও বিরাট কোহলির বিয়ের পর দুজনের নিরাপত্তার দায়িত্বেই দেখা যায় প্রকাশকে।

আনুশকা শর্মার নিরাপত্তায় তার দেহরক্ষী প্রকাশ সিং। ছবি: সংগৃহীত

তার বেতনের কথা শুনলে অনেকেই চমকে উঠবেন। অনুশকা তাকে বছরে প্রায় দেড় কোটি রুপি দেন। যা বাংলাদেশি টাকায় ১ কোটি ৬৯ লাখের।

এ বিভাগের আরো খবর