বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খানের মৃত্যুর ১ বছর পর মুক্তি পেল তার অভিনীত ১৬ বছর আগের সিনেমা দুবাই রিটার্ন।
তবে এটি কোনো সিনেমা হল বা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেয়া নি। শনিবার ‘বান্দ্রা ফিল্ম ফেস্টিভ্যাল’ নামের একটি ইউটিউব চ্যানেলে সিনেমাটি মুক্তি দেয়া হয়েছে।
২০০৫ সালে নির্মিত এই সিনেমাটির মুক্তির তথ্য শুক্রবার ইনস্টাগ্রামে এক পোস্টে জানিয়েছিলেন ইরফান খানের ছেলে বাবিল খান।
দুবাই রিটার্ন এর একটি পোস্টার পোস্ট করে তিনি লেখেন, ‘আগামীকাল মুক্তি পাচ্ছে ইউটিউবে।’
বাবিলের এই ঘোষণার পর তার পোস্টে ইরফানের ভক্ত-অনুরাগী ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
সেই পোস্টে কেউ কমেন্ট করেছেন, ‘আর অপেক্ষা করতে পারছি না।’ কেউ লিখেছেন, ‘ভেরি এক্সসাইটেড’। আবার কেউ লিখেছেন, ‘আসলেই, লিজেন্ট রিটার্ন।’ সেই সঙ্গে লাভ ইমো।
এরকম প্রচুর কমেন্ট পড়েছে বাবলির সেই পোস্টে।
আদিত্য ভট্টাচার্য পরিচালিত দুবাই রিটার্ন -এ আফতাব আংরেজ নামে এক গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে ইরফান খানকে।
এই সিনেমায় আরও অভিনয় করেছেন দিব্যা দত্ত, বিজয় মৌর্য, রাজাক খানসহ অনেকে।
বলিউডের প্রয়াত জনপ্রিয় অভিনেতা ইরফান খান। ছবি: সংগৃহীত
২০২০ সালের ২৯ এপ্রিল মারা যান ইরফান খান। এর আগে বছর খানেকের বেশি ক্যান্সারে সঙ্গে লড়াই চালিয়েছিলেন তিনি।
বলিউডে তার মুক্তিপ্রাপ্ত শেষ সিনেমা আংরেজি মিডিয়াম। এছাড়াও ইরফানের ঝুলিতে রয়েছে হিন্দি মিডিয়াম, দ্য লাঞ্চবক্স, পিকু, মাদারি, দ্য নেমসেক, লাইফ অফ পাই-এর মতো অসংখ্য অসাধারণ সব দর্শক নন্দিত সিনেমা।