বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রেহানা মরিয়ম নূর: পুরো ট্রেলারে প্রতিবাদী বাঁধন

  •    
  • ২ জুলাই, ২০২১ ২১:৪৮

সিনেমাটি সম্পর্কে আগেই বলা হয়েছিল, প্রাইভেট মেডিক্যাল কলেজের একজন শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করেই এই সিনেমার গল্প। যেখানে রেহানা একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক হিসেবে জটিল জীবন যাপন করেন।

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা রেহানা মরিয়ম নূর।

৭৪তম কান চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল সিলেকশনের আঁ সাতা রিগা বিভাগে নির্বাচিত হয়েছে নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ পরিচালিত সিনেমাটি।

শুক্রবার রাতে প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। পুরো ট্রেলারে প্রতিবাদী রূপে ধরা দিয়েছেন মূল ভূমিকায় অভিনয় করা অভিনেত্রী বাঁধন।

সিনেমাটি সম্পর্কে আগেই বলা হয়েছিল, প্রাইভেট মেডিক্যাল কলেজের একজন শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করেই এই সিনেমার গল্প। যেখানে রেহানা একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক হিসেবে জটিল জীবন যাপন করেন।

এর মধ্যে এক সন্ধ্যায় কলেজ থেকে বের হওয়ার সময় রেহানা একটি অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হন। এরপর থেকে সে এক ছাত্রীর পক্ষ হয়ে সহকর্মী এক শিক্ষকের বিরুদ্ধে সোচ্চার হয়ে ঘটনার প্রতিবাদ করতে শুরু করেন এবং ক্রমেই একরোখা হয়ে ওঠেন।

কিন্তু একই সময়ে তার ৬ বছর বয়সী মেয়ের বিরুদ্ধে স্কুল থেকে রূঢ় আচরণের অভিযোগ করা হয়। এমন অবস্থায় অনড় রেহানা তথাকথিত নিয়মের বাইরে থেকে সেই ছাত্রী ও তার সন্তানের জন্য ন্যায়বিচারের খোঁজ করতে থাকেন।

কথাগুলো এবার মিলিয়ে নেয়া যাচ্ছে ট্রেলারের সঙ্গে। কান ফিল্ম ফেস্টিভ্যালের ওয়েবসাইট এবং সিনেমাটির ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে ট্রেলার।

৭ জুলাই বাংলাদেশ সময় বেলা ৩টা ১৫ মিনিটে প্রদর্শিত হতে যাচ্ছে রেহানা মরিয়ম নূর। এতে উপস্থিত থাকবেন ছবিটির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া, চিত্রগ্রাহক তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জ্বল, শব্দ প্রকৌশলী শৈব তালুকদার, কালারিস্ট চিন্ময় রয় এবং নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু।

সিনেমাটির পরিচালক, অভিনেত্রীসহ সাতজন এখন আছেন প্যারিসে। কোয়ারেন্টিনে আছেন তারা। ৬ জুলাই শুরু হবে কান ফিল্ম ফেস্টিভ্যাল। সেদিনই ফেস্টিভ্যালে অংশ নেবেন তারা। উৎসব চলবে ১৭ জুলাই পর্যন্ত।

এ বিভাগের আরো খবর