এখনও বিয়ের এক মাস পূর্ণ হয়নি বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটু নজর দিলেই দেখা বিয়ের ছবি-ভিডিওতে এখনও মজে আছেন তিনি।
আর তার রেশ কাটতে না কাটতেই বিপাকে পড়লেন অভিনেত্রী।
বিদেশি মুদ্রা বিনিময় সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে শুক্রবার ইয়ামি গৌতমকে সমন পাঠাল অর্থনৈতিক তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
যদিও ইডির পক্ষ থেকে এখনও অভিযোগের বিস্তারিত করে কিছু জানানো হয়নি। তবে আগামী ৭ জুলাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর মুম্বাই অফিসে হাজিরা দিতে হবে অভিনেত্রীকে।
ইডি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম বলছে, অভিনেত্রীকে বিদেশি মুদ্রা বিনিময় সংক্রান্ত আইন ভঙ্গের একটি মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে।
এই নিয়ে দ্বিতীয়বারের মতো ইডির জেরার মুখোমুখি হতে যাচ্ছেন ইয়ামি।
জানা গেছে, অভিনেত্রীর ব্যাংক অ্যাকাউন্টে একটি সন্দেহজনক বৈদেশিক আর্থিক লেনদেন হয়েছে। সেই লেনদেন সম্পর্কিত যথাযথ নথিপত্র জমা দেননি তিনি। আর সেই প্রেক্ষিতেই বর্তমানে ইডির নজরে রয়েছেন ইয়ামি।
বলিউড অবিনেত্রী ইয়ামি গৌতম। ছবি: সংগৃহীত
এই মুহূর্তে বলিউডের একাধিক ব্যক্তিত্ব ও প্রযোজনা সংস্থা ইডির নজরদারিতে রয়েছে বলে দেশটির গণমাধ্যমের খবর।
বলিউড অবিনেত্রী ইয়ামি গৌতম ও চলচ্চিত্র পরিচাকল পরিচালক আদিত্য ধর। ছবি: সংগৃহীত
গত মাসে শুরুর দিকেই ‘উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ খ্যাত পরিচালক আদিত্য ধরকে বিয়ে করেন ইয়ামি।
বলিউড অবিনেত্রী ইয়ামি গৌতম। ছবি: সংগৃহীত
ইতিমধ্যে মুম্বাইয়ে নিজের আসন্ন সিনেমা এ থার্সডে-এর শুটিংয়ে শুরু করেছেন ইয়ামি। এরই মধ্যে ইডির সমন পেলেন তিনি।