বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অর্জুনের শার্ট গায়ে ঘুরছেন তার বান্ধবী

  •    
  • ১ জুলাই, ২০২১ ১৯:৫২

শুটিংয়ের বাইরে ছোট্ট আরিকের সঙ্গে খুনসুটি করেই সময় কাটে তার। মাঝে মধ্যেই নিজের ও পরিবারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অর্জুন। তেমনই বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেছেন অভিনেতা।

শুটিংয়ের বাইরে বাকি সময়টুকুর প্রায় সবটাই নিজের পরিবারের সঙ্গেই কাটান বলিউড অভিনেতা অর্জুন রামপাল।

এই মুহূর্তে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বান্ধবী গ্যাব্রিয়েলা ও তাদের সন্তান আরিকের সঙ্গে ছুটি কাটাচ্ছেন অর্জুন।

শুটিংয়ের বাইরে ছোট্ট আরিকের সঙ্গে খুনসুটি করেই সময় কাটে তার। মাঝে মধ্যেই নিজের ও পরিবারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অর্জুন।

তেমনই বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেছেন অভিনেতা।

সেই ছবিতে দেখা যাচ্ছে বেবি ট্রলিতে করে ছেলেকে নিয়ে রাস্তায় হাঁটছেন গ্যাব্রিয়েলা। গায়ে ওভার সাইজ সাদা শার্ট।

ছবি দুটির ক্যাপশনে অর্জুন লেখেন, ‘আদরের সন্তানকে নিয়ে বাইরে যেতে, সে গায়ে চাপাল আমার শার্ট।’

গত সপ্তাহেও ইনস্টাগ্রামে বান্ধবী গ্যাব্রিয়েলা ও তাদের ছেলে আরিকের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন অর্জুন।

অর্জুন রামপালের শার্ট গায়ে বান্ধবী গ্যাব্রিয়েলা ও তাদের সন্তান আরিক। ছবি: সংগৃহীত

সেখানে একটি ছবিতে দেখা যায় দু’বছরের আরিককে কাঁধে নিয়ে বুদাপেস্ট হেঁটে ঘুরছেন অর্জুন। এছাড়া দেখা যায় মায়ের কোলে খুদে আরিক।

অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলা ও তাদের সন্তান আরিক। ছবি: সংগৃহীত

আবার আরেক ছবিতে দেখা যাচ্ছে কোনো এক মনুমেন্টের পাদদেশে ছুটছেন আরিক।

অর্জুন রামপাল ও তার ছেলে আরিক। ছবি: সংগৃহীত

সেই ছবিগুলোর ক্যাপশনে অর্জুন জানিয়েছিলেন, কাজের আগে পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন তিনি।

নিজের আসন্ন সিনেমা ধাকাড় এর জন্য সম্প্রতি চেহারায় বড়সড় পরিবর্তন এনেছেন অর্জুন। চুলে প্ল্যাটিনাম ব্লন্ড রং করিয়ে চমকে দিয়েছেন সবাইকে।

নতুন লুকে বলিউড অভিনেতা অর্জুন রামপাল। ছবি: সংগৃহীত

এই সিনেমায় খল চরিত্রে দেখা যাবে অর্জুনকে। অ্যাকশন ঘরানার এই সিনেমায় তার চরিত্রের নাম রুদ্রবীর।

২০২০ সালের অক্টোবর মাসে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা সম্ভব হয়নি। চলতি বছরের অক্টোবরে মুক্তি পেতে পারে ধাকাড়।

এ বিভাগের আরো খবর