বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মন্দিরার রীতি ভাঙা কাজে নেটিজেনদের প্রশংসা

  •    
  • ১ জুলাই, ২০২১ ১৫:০৭

ঘর থেকে বের করে আনা, থেকে শুরু করে অ্যাম্বুলেন্সে তোলা পর্যন্ত রাজের মৃতদেহ নিজের কাঁধেই রেখেছিলেন মন্দিরা। সেই ছবি ও ভিডিও ছড়িয়ে গেছে নেটদুনিয়ায়।

বলিউড অভিনেত্রী, উপস্থাপক মন্দিরা বেদীর স্বামী রাজ কৌশল মারা গেছেন বুধবার। সাধারণ থেকে শুরু করে তারকা শিল্পীরা শোক জানিয়েছেন নেটদুনিয়ায়। একই সঙ্গে প্রশংসাও পাচ্ছেন মন্দিরা।

এতদিন ভারতে দেখা গেছে, শবদেহ কাঁধে তুলে নেন পুরুষরাই। কিন্তু মন্দিরা সেই রীতি ভেঙে তার কাঁধে তুলে নিয়েছিলেন স্বামীর মৃতদেহ। এই ঘটনায় মন্দিরার পিঠ চাপড়ে দিচ্ছেন নেটিজেনরা।

মন্দিরা বেদীর স্বামী পরিচালক-প্রযোজক রাজ কৌশল বুধবার সকালে হৃদরোগে মারা যান। পেয়ার মে কাভি কাভি, শাদি কা লাড্ডু -এর পাশাপাশি অনেক বিজ্ঞাপন নির্মাণ করেছেন রাজ। পরিচালক ওনিরের প্রথম ছবি মাই ব্রাদার নিখিল-এর প্রযোজক ছিলেন তিনি।

মৃত্যুর খবর পেয়ে রাজ-মন্দিরার বাড়িতে গিয়েছিলেন বলি তারকারা। উপস্থিত ছিলেন অভিনেত্রী হুমা কুরেশি, নেহা ধুপিয়া, অভিনেতা অঙ্গদ বেদী, রনিত রায়, অপূর্ব অগ্নিহোত্রী, দিনো মোরিয়া, আশিস চৌধুরী প্রমুখ।

ঘর থেকে বের করে আনা, অ্যাম্বুলেন্সে তোলা পর্যন্ত রাজের মৃতদেহ নিজের কাঁধেই রেখেছিলেন মন্দিরা। সেই ছবি ও ভিডিও ছড়িয়ে গেছে নেটদুনিয়ায়।

সেখানে দেখা গেছে, মন্দিরা নিজের স্বামীর দেহের কাছ থেকে সরতে চাইছেন না। তার দেহ কাঁধে তোলা থেকে শুরু করে, নিয়ম অনুযায়ী, আগুনের মালসা হাতে তুলে নেন তিনি।

এমন দৃশ্যে নেটিজেনরাও যেন মন্দিরার সঙ্গে চোখের পানি ফেলছেন রাজের মৃত্যুর জন্য।

মৃত্যুকালে রাজের বয়স হয়েছিল ৪৯ বছর। মুম্বাইয়ের শিবাজি গ্রাউন্ডে রাজের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

এ বিভাগের আরো খবর