কোরবানি ঈদেও সিনেমা মুক্তির সম্ভাবনা দেখছেন না প্রযোজক ও প্রদর্শকরা। ২৭ জুন মন্ত্রীপরিষদ বিভাগের দেয়া প্রজ্ঞাপনে সব বিনোদন কেন্দ্র বন্ধ রাখার কথা বলা হয়েছে। ১ জুলাই থেকে আরও কঠোর লকডাউন জারি হবে সারাদেশে।
এমন পরিস্থিতিতে সিনেমা মুক্তি না পাওয়ার সম্ভাবনাই বেশি দেখছেন প্রযোজক ও প্রযোজক নেতা গোলাম কিবরীয়া লিপু।
নিউজবাংলাকে লিপু বলেন, ‘আমার তো মনে হয় সিনেমা মুক্তি না পাওয়ার সম্ভাবনা ৯৫ পারসেন্ট। সিনেমা মুক্তি দেয়ার জন্য হল বরাদ্দসহ আরও অনেক ধরনের কাজ করতে হয়। সেগুলো করতে কিছুটা তো সময় লাগে। কিন্তু তেমন কোনো আভাস নাই।’
তিনি আরও বলেন, ‘এখন তো হল বন্ধ। যদি হল খোলেও, তারপরও সিনেমা মুক্তি পাবে কিনা, তা নিয়ে সন্দেহ আছে।’
কোরবানি ঈদে সিনেমা মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছিলেন প্রযোজক-পরিচালক মো. ইকবাল। রিভেঞ্জ সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু এই পরিস্থিতিতে সিনেমা মুক্তি দিতে চানন না ইকবাল।
নিউজবাংলাকে তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে সিনেমা মুক্তি দিয়ে সিনেমাটা নষ্ট করতে চাই না।’
আবার তিনি এও বলেন, ‘হল খোলা থাকলে আমার সিনেমা মুক্তি পাবে।’
অন্যদিকে হল খুলে কী করবেন হল মালিক যদি সিনেমাই না থাকে। সিনেমা হল খুললেই কিছু খরচ হয়। কিন্তু প্রযোজকরা সিনেমা মুক্তি না দিলে কেন তারা হল খুলবেন।
প্রদর্শক সমিতির সভাপতি কাজী শোয়েব রশিদ বলেন, ‘গেল রোজার ঈদে খুব শিক্ষা হয়েছে। হল খুলেছিলাম তো। কিন্তু কোনো প্রযোজক তো সিনেমা মুক্তি দিলেন না।’
অভিনেতা ডিপজলকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, ‘ডিপজল ভাইকে ধন্যবাদ দেই। তিনি শেষপর্যন্ত একটি নতুন সিনেমা মুক্তি দিয়েছিলেন।’
এবার কী হবে জানতে চাইলে শোয়েব রশীদ জানান, সরকার হল বন্ধ রাখতে বললে তো আর কথা নেই, হল বন্ধ থাকবে। কিন্তু খোলা রাখা গেলে প্রযোজকদের সিনেমা দিতে হবে। প্রযোজকরা এই সময়ে সিনেমা দেবেন কি না, সেটা তাদের ব্যাপার। তারা সিনেমা দিলে আমরা হল অবশ্যই খোলা রাখব।’
শাকিব খান অভিনীত অন্তরাত্মা সিনেমাটির মুক্তির কথা ছিল রোজার ঈদে। সিনেমাটি কোরবানি ঈদে মুক্তির সম্ভাবনা আছে কিনা জনতে চাইলে পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, ‘না, এটা মুক্তি পাবে না।’
তিনি শঙ্কার সুরে বলেন, ‘কোনো সিনেমাই মুক্তি পাবে না। বাজার তো কিছুটা হলেও বুঝি। তাতে মনে হচ্ছে কোনো সিনেমাই মুক্তি পাবে না।’
শাকিব খান অভিনীত আরেক সিনেমা লিডার- আমিই বাংলাদেশ। এই সিনেমাটি মুক্তির কথা কোরবানির ঈদে। কিন্তু সিনেমাটির প্রযোজনা সংস্থার সূত্র নিউজবাংলাকে জানিয়েছে, তারা শুটিং চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ঈদের এক সপ্তাহ আগে সিদ্ধান্ত হবে সিনেমাটি মুক্তি পাবে কি না।