বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৮০’র প্রায় পুরোটাই তার সংগীতে

  •    
  • ২৮ জুন, ২০২১ ১২:৩০

ফেরদৌসী রহমান বাংলাদেশের প্রথম নারী সংগীত পরিচালক। ১৯৬০ সালে রবীন ঘোষের সঙ্গে রাজধানীর বুকে নামক চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেন। ১৯৭৬ সালে মেঘের অনেক রং সিনেমার জন্য সংগীত পরিচালক হিসেবে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

সংগীতশিল্পী ফেরদৌসী রহমান। ২৮ জুন তার জন্মদিন; স্পর্শ করলেন আঁশির কোটা।

জীবনের এই আঁশিটি বছরের প্রায় পুরোটাই তিনি দিয়েছেন সংগীতে। এ এক বর্ণাঢ্য জীবন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদকসহ অসংখ্য পুরস্কার তিনি পেয়েছেন। পেয়েছেন মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা।

১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর সম্প্রচার শুরু হয় বাংলাদেশ টেলিভিশনের। উদ্বোধনী অনুষ্ঠানে গান করেন ফেরদৌসী রহমান। বিটিভিতে ‘এসো গান শিখি’ নামের সংগীত শিক্ষার অনুষ্ঠান করতেন তিনি। এ অনুষ্ঠানের মাধ্যমে তুমুল জনপ্রিয় হন তিনি।

গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন তাকে নিয়ে লিখেছেন, “মনে পড়ে সেই ছোট্টবেলায় বিটিভিতে ‘এসো গান শিখি’ অনুষ্ঠানের মাধ্যমে শুধু গানই শেখাতেন না; শেখাতেন জীবনবোধ ও সত্যিকারের মানুষ হবার অনুশীলন। আজ আমাদের জাতীয় খালামনির ৮০তম জন্মদিন। আসুন আমরা সবাই এই বিশুদ্ধ মানুষের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া করি।”

মাত্র ৮ বছর বয়সে রেডিওতে খেলাঘর নামের অনুষ্ঠানে অংশ নেন ফেরদৌসী। তখন তিনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন। ১৯৫৬ সালে তিনি প্রথম বড়দের অনুষ্ঠানে গান করেন। ১৯৫৭ সালে এইচ এম ভি থেকে প্রথম গান রেকর্ড করেন। ১৯৬০ সালে আসিয়া সিনেমায় প্রথম প্লে-ব্যাক তার।

সংগীতশিল্পী ফেরদৌসী রহমানের কিছু মুহূর্ত। ছবি: সংগীতশিল্পী

ফেরদৌসী রহমান ইউনেস্কো ফেলোশীপ পেয়ে লন্ডনের ট্রিনিটি কলেজ অব মিউজিক থেকে সংগীতের ওপর স্টাফ নোটেশন কোর্স করেন। ৩টি লং প্লেসহ প্রায় ৫০০টি ডিস্ক রেকর্ড এবং দেড় ডজনের বেশি গানের ক্যাসেট রয়েছে তার। ‘এসো আমার দরদী নামের একটি সিডি রয়েছে ফেরদৌসী রহমানের। এ পর্যন্ত তার রেকর্ড হয়েছে প্রায় ৫ হাজার গান।

শাহবাগ হোটেলে এক অনুষ্ঠানে স্বামীর সঙ্গে ফেরদৌসী রহমান (১৯৬৬)। ছবি: সংগৃহীত

ফেরদৌসী রহমান বাংলাদেশের প্রথম নারী সংগীত পরিচালক। ১৯৬০ সালে রবীন ঘোষের সঙ্গে রাজধানীর বুকে নামক চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেন। ১৯৭৬ সালে মেঘের অনেক রং সিনেমার জন্য সংগীত পরিচালক হিসেবে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

১৯৬৬ সালের ২৬শে অক্টোবর তিনি বিয়ে করেন রেজাউর রহমানকে। উনি একজন মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ার। পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তাদের ২ জন ছেলে আছে যাদের নাম রুবাইয়াত ও রাজিন।

সংগীতশিল্পী ফেরদৌসী রহমান। ছবি: সংগৃহীত

ফেরদৌসী রহমান ১৯৪১ সালের ২৮ জুন ভারতের কুচবিহারে জন্মগ্রহণ করেন। তার দাদার বাড়ি বলরামপুরে। বাবা পল্লীগীতি সম্রাট আব্বাস উদ্দিন। বড় ভাই চিফ জাস্টিস মোস্তফা কামাল ও মেঝো ভাই মোস্তফা জামান আব্বাসী দেশের খ্যাতিমান সংগীতশিল্পী। ১৯৪৭ সালে দেশভাগের সময় স্বপরিবারে ঢাকায় চলে আসেন। ছোটবেলা থেকেই বাবার কাছে সংগীত শিক্ষা শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে এমএ পাস করেন। এসএসসিতে ঢাকা বোর্ডে প্রথম এবং এইচএসসিতে ১২তম স্থান লাভ করেন।

এ বিভাগের আরো খবর