ব্যস্ত শিডিউল, তার মধ্যেই সারেন সব কাজ। সেই ব্যস্ত শিডিউলের মধ্যেই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিজের রেস্তোরাঁয় গেলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
নিউ ইয়র্কে তার রেস্তোরাঁর নাম ‘সোনা’। শনিবার রাতে এই অভিনেত্রী তার রেস্তোরাঁয় গিয়ে কিছু খাবারের ছবি শেয়ার করেছেন।
সম্প্রতি লন্ডনে ব্যস্ত সময় পার করে অনেক দিন পরেই যুক্তরাষ্ট্রে গেলেন তিনি। লন্ডনে জনপ্রিয় সিরিজ ‘সিটাডেল’-এর শুটিং করেছেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কার ‘সোনা’ রেস্তোরাঁয় পাওয়া যাচ্ছে ভারতীয় সব খাবার। সেসব খাবারের কিছুটা শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে।
এসব খাবারের মধ্যে রয়েছে চাটনিসহ দোসা, চিংড়ি, পাকোড়া, ফুচকাসহ নানা ধরনের ড্রিংকস।
নিউ ইয়র্কে নিজের রেস্তোরাঁ 'সোনা'য় প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রামে এক পোস্টে প্রিয়াঙ্কা লেখেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না আমি শেষ পর্যন্ত নিউইয়র্কে সোনায় আসতে পেরেছি। তিন বছরের ভালোবাসা ও পরিকল্পনায় এই রেস্তোরাঁ।’
ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রীর সামনে টেবিলে সাজানো রয়েছে একাধিক খাবার। ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘দ্য আমেজিং সোনা এক্সপেরিয়েন্স, ফাইনালি।’ সঙ্গে দিয়েছেন একটি হার্ট ইমোজি।
নিউ ইয়র্কে ভারতীয় খাবারে অভিভূত প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: ইনস্টাগ্রাম
গত মার্চে নিজের রেস্তোরাঁর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। উদ্বোধনের দিন বিশেষ প্রার্থনায় না থাকলেও সেখানে উপস্থিত ছিলেন নিক।
নিউ ইয়র্কে ভারতীয় খাবারের স্বাদ পৌঁছে দিতেই এমন উদ্যোগ বলে জানিয়েছিলেন প্রিয়াঙ্কা।