হিরো আলম বার বার বলেছেন, তিনি শখের বসে গান করেন। ঘোষণা দিয়েছেন পৃথিবীর সব ভাষায় গান গাইবেন। এর অংশ হিসেবে শুক্রবার প্রকাশ করলেন নতুন একটি গান। গানটি গেয়েছেন উগান্ডার সোয়াহিলি ভাষায়।
আরও অনেক ভাষা থাকতে উগান্ডার ভাষায় গান গাওয়ার কারণ কী, এমন প্রশ্নে নিউজবাংলাকে হিরো আলম বলেন, “আপনারা সবাই অনুরোধ করছিলেন ‘হিরো আলম একটা উগান্ডা গান দেখতে চাই’ তাই আপনাদের অনুরোধ রাখার জন্য একটা গান করেছি।”
হিরো আলম যে গানটি গেয়েছেন সেটি মূলত পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার জানজিবার শহরের একটি লোক গান। শিরোনাম ‘মোগোয়া জাগোম্বে’। গানটি গেয়েছেন বি কিদুদি। ইউটিউবে রয়েছে গানটি।
গানটির একটি কোরাস ও তিনিট পঙক্তি রয়েছে। হিরো আলম এখান থেকে কোরাস ও প্রথম দুটি পঙক্তি ব্যবহার করে গানটি গেয়েছেন। মূল গানের সঙ্গে নতুন কিছু শব্দ ব্যবহার করেছেন হিরো আলম। এই শব্দগুলো সোয়াহিলি ভাষার নয়। শব্দগুলো শুধু অভিব্যক্তি প্রকাশ করে। যেমন, ‘হুক্কা হুয়া হিরো আলম’। গানের সুর রিমেক করা হয়েছে।
নিউজবাংলার কাছে বিষয়টি স্বীকার করে হিরো আলম বলেন, ‘আমি গানটি রিমেক করেছি। মূল গানটির সঙ্গে কিছু নতুন শব্দ যুক্ত করা হয়েছে। এ ছাড়া সুরটি ঠিক রেখে করা হয়েছে নুতন সংগীতায়োজন।’
উগান্ডার ভাষায় হিরো আলমের গানের মিউজিক ভিডিওর দৃশ্যধারণের সময়ের ছবি। ছবি: সংগৃহীতগানের অর্থ বোঝানোর জন্য মিউজিক ভিডিওতে সাব টাইটেল ব্যবহার করেছেন হিরো আলম। এটাও তারা নিজেরাই করেছেন। তবে সাবটাইটেল পড়ে গানটি সম্পর্কে ভালো ধারণা পাওয়া মুশকিল। হিরো আলম নিজেও গানটির অর্থ বুঝিয়ে বলতে পারেননি।
বনের মধ্যে, গায়ে কালো রং মেখে, গাছের পাতা নিয়ে বানানো পোশাক পরে মিউজিক ভিডওটি নির্মাণ করা হয়েছে। ভিডিওর কিছু অংশে আফ্রিকান কিছু শিশুর নাচের দৃশ্য দেখা যায়। সেগুলো আসলে ইউটিউব থেকে নেয়া।
হিরো আলমের পাশাপাশি রাব্বি খান কণ্ঠ দিয়েছেন ‘হিরো আলম উগান্ডা সং’ গানে। কয়েক ঘণ্টার মধ্যে গানটি ৮০ হাজারের বেশি দর্শক দেখেছেন ও শুনেছেন।
এর আগে বাংলা, আরবি, হিন্দি, চীনা, ইংরেজি, ইন্দোনেশিয়ার ভাষাতেও গান গেয়েছেন তিনি।